TRENDING:

Ralia Honeymoon: বিয়ের পর এখানেই নাকি মধুচন্দ্রিমায় যাচ্ছেন রণবীর ও আলিয়া

Last Updated:

Ralia Honeymoon: এ রকমই গুঞ্জন শোনা যাচ্ছে বাতাসে৷ টিনসেল টাউনে তীব্র হচ্ছে জল্পনা যে আগামী ১৭ এপ্রিল বিয়ে করছেন রণবীর ও আলিয়া৷ মুম্বইয়ের চেম্বুরে কপূর পরিবারের বাড়ি আর কে হাউসেই সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : বলিউড তারকাদের প্রিয় গন্তব্য মলদ্বীপ নয়৷ রণবীর কপূর এবং আলিয়া ভাট বিয়ের পর মধুচন্দ্রিমায় যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা৷ এ রকমই গুঞ্জন শোনা যাচ্ছে বাতাসে৷ টিনসেল টাউনে তীব্র হচ্ছে জল্পনা যে আগামী ১৭ এপ্রিল বিয়ে করছেন রণবীর ও আলিয়া৷ মুম্বইয়ের চেম্বুরে কপূর পরিবারের বাড়ি আর কে হাউসেই সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা৷ এই বাড়িতেই ১৯৮০ সালে বিয়ে হয়েছিল ঋষি কপূর ও নীতু সিংয়ের৷
Ralia Honeymoon
Ralia Honeymoon
advertisement

দুই পরিবারের তরফে কোনও সিলমোহর না পেলেও শোনা যাচ্ছে রালিয়া ইতিমধ্যেই মধুচন্দ্রিমার গন্তব্য ঠিক করেছেন৷ তাঁরা নাকি দক্ষিণ আফ্রিকায় সাফারিতে যেতে চান৷ প্রসঙ্গত এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকাতেই ছিলেন তাঁরা৷ সে সময় তাঁদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল লেখিকা তথা ডিজাইনার লিজা ক্রিস্টোউফারসেনের৷ তাঁদের সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন লিজা৷

আরও পড়ুন : নাতনির বিয়ে দেখে যেতে চান আলিয়ার দাদু, ভাইরাল রালিয়ার বিয়ের ‘আমন্ত্রণপত্রও’!

advertisement

বিয়ের আনন্দ মিটতে না মিটতেই রণবীর কাজে ডুব দেবেন৷ সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যানিমাল’ ছবিতে মন দেবেন৷ এই ছবিতে তিনি অভিনয় করবেন রস্মিকা মন্দানা, অনিল কপূর এবং ববি দেওল৷ লব রঞ্জনের ছবিতে তিনি অভিনয় করবেন শ্রদ্ধা কপূরের সঙ্গে৷ সে ছবির নাম ঠিক হয়নি এখনও৷

আরও পড়ুন : গোলাপ থেকে উচ্ছে, সব মিষ্টি নিজে বানিয়ে কী বলছেন সৌমিতৃষা? শেয়ার করলেন ছবিও

advertisement

আরও পড়ুন : বয়সের সঙ্গে কমছে শারীরিক সম্পর্কের ইচ্ছে? এই সমস্যা থেকে মহিলাদের মুক্তি সম্ভব?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে আলিয়া নাকি আমেরিকা যাবেন ‘হার্ট অব স্টোন’-এর শ্যুটিং করতে৷ নেটফ্লিক্সের ছবি দিয়ে আলিয়ার আত্মপ্রকাশ হবে হলিউডে৷ এ ছাড়াও ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে তিনি অভিনয় করবেন রণবীর সিংয়ের সঙ্গে৷ তাঁর হোম প্রোডাকশন ‘ডার্লিংস’ এবং ক্যাটরিনা কইফ ও প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তিনি অভিনয় করবেন ‘জী লে জরা’-তেও৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ralia Honeymoon: বিয়ের পর এখানেই নাকি মধুচন্দ্রিমায় যাচ্ছেন রণবীর ও আলিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল