TRENDING:

Ralia Honeymoon: বিয়ের পর এখানেই নাকি মধুচন্দ্রিমায় যাচ্ছেন রণবীর ও আলিয়া

Last Updated:

Ralia Honeymoon: এ রকমই গুঞ্জন শোনা যাচ্ছে বাতাসে৷ টিনসেল টাউনে তীব্র হচ্ছে জল্পনা যে আগামী ১৭ এপ্রিল বিয়ে করছেন রণবীর ও আলিয়া৷ মুম্বইয়ের চেম্বুরে কপূর পরিবারের বাড়ি আর কে হাউসেই সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : বলিউড তারকাদের প্রিয় গন্তব্য মলদ্বীপ নয়৷ রণবীর কপূর এবং আলিয়া ভাট বিয়ের পর মধুচন্দ্রিমায় যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা৷ এ রকমই গুঞ্জন শোনা যাচ্ছে বাতাসে৷ টিনসেল টাউনে তীব্র হচ্ছে জল্পনা যে আগামী ১৭ এপ্রিল বিয়ে করছেন রণবীর ও আলিয়া৷ মুম্বইয়ের চেম্বুরে কপূর পরিবারের বাড়ি আর কে হাউসেই সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা৷ এই বাড়িতেই ১৯৮০ সালে বিয়ে হয়েছিল ঋষি কপূর ও নীতু সিংয়ের৷
Ralia Honeymoon
Ralia Honeymoon
advertisement

দুই পরিবারের তরফে কোনও সিলমোহর না পেলেও শোনা যাচ্ছে রালিয়া ইতিমধ্যেই মধুচন্দ্রিমার গন্তব্য ঠিক করেছেন৷ তাঁরা নাকি দক্ষিণ আফ্রিকায় সাফারিতে যেতে চান৷ প্রসঙ্গত এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকাতেই ছিলেন তাঁরা৷ সে সময় তাঁদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল লেখিকা তথা ডিজাইনার লিজা ক্রিস্টোউফারসেনের৷ তাঁদের সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন লিজা৷

আরও পড়ুন : নাতনির বিয়ে দেখে যেতে চান আলিয়ার দাদু, ভাইরাল রালিয়ার বিয়ের ‘আমন্ত্রণপত্রও’!

advertisement

বিয়ের আনন্দ মিটতে না মিটতেই রণবীর কাজে ডুব দেবেন৷ সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যানিমাল’ ছবিতে মন দেবেন৷ এই ছবিতে তিনি অভিনয় করবেন রস্মিকা মন্দানা, অনিল কপূর এবং ববি দেওল৷ লব রঞ্জনের ছবিতে তিনি অভিনয় করবেন শ্রদ্ধা কপূরের সঙ্গে৷ সে ছবির নাম ঠিক হয়নি এখনও৷

আরও পড়ুন : গোলাপ থেকে উচ্ছে, সব মিষ্টি নিজে বানিয়ে কী বলছেন সৌমিতৃষা? শেয়ার করলেন ছবিও

advertisement

আরও পড়ুন : বয়সের সঙ্গে কমছে শারীরিক সম্পর্কের ইচ্ছে? এই সমস্যা থেকে মহিলাদের মুক্তি সম্ভব?

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজোর আবহে হাজার হাজার কুলো-ঝুড়িতে ছেয়েছে বাজার! কত করে বিক্রি হচ্ছে?
আরও দেখুন

অন্যদিকে আলিয়া নাকি আমেরিকা যাবেন ‘হার্ট অব স্টোন’-এর শ্যুটিং করতে৷ নেটফ্লিক্সের ছবি দিয়ে আলিয়ার আত্মপ্রকাশ হবে হলিউডে৷ এ ছাড়াও ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে তিনি অভিনয় করবেন রণবীর সিংয়ের সঙ্গে৷ তাঁর হোম প্রোডাকশন ‘ডার্লিংস’ এবং ক্যাটরিনা কইফ ও প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তিনি অভিনয় করবেন ‘জী লে জরা’-তেও৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ralia Honeymoon: বিয়ের পর এখানেই নাকি মধুচন্দ্রিমায় যাচ্ছেন রণবীর ও আলিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল