TRENDING:

Rakhi Sawant : গাঙ্গুবাই সাজলেন রাখি সাওয়ান্ত! নেটিজেন বলছে, 'আলিয়ার থেকে ভালো'

Last Updated:

Rakhi Sawant : ক্যাপশনে লিখেছেন, এই ভিডিও বিশেষ ভাবে আলিয়ার জন্যই তিনি শেয়ার করেছেন। রাখির অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: খবরে কী ভাবে থাকতে হয় তা ভালোই জানেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। কখনও বিতর্কিত মন্তব্য করে। আবার কখনও সংবাদমাধ্যমের সামনে নাটকীয় ভাবে নিজেকে মেলে ধরে। সব মিলিয়ে চর্চায় থাকা তাঁর স্বভাব। আর এবার নিজেকে গাঙ্গুবাইয়ের বেশে মেলে ধরলেন তিনি। গাঙ্গুবাইয়ের (Gangubai Kathiawadi) রূপে রাখিকে কয়েক ঝলক দেখে অবাক নেটিজেন।
গাঙ্গুবাই সাজলেন রাখি সাওয়ান্ত! নেটিজেন বলছে, 'আলিয়ার থেকে ভালো'
গাঙ্গুবাই সাজলেন রাখি সাওয়ান্ত! নেটিজেন বলছে, 'আলিয়ার থেকে ভালো'
advertisement

গাঙ্গুবাই ছবিটি বিপুল সাড়া ফেলেছে। ছবির বেশ কিছু সংলাপের সঙ্গে নেটিজেনরা অভিনয় করে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। রাখিও তেমনই কয়েকটি সংলাপের পুনর্নিমাণ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

আরও পড়ুন- গৌরী অন্য পুরুষদের সঙ্গে কথা বললেই রেগে যেতেন শাহরুখ! হাঁপিয়ে উঠেছিলেন কিং-পত্নী?

ভিডিওটি শেয়ার করে আলিয়া ভাটকে (Alia Bhatt) ট্যাগ করেছেন রাখি (Rakhi Sawant)। ক্যাপশনে লিখেছেন, এই ভিডিও বিশেষ ভাবে আলিয়ার জন্যই তিনি শেয়ার করেছেন। রাখির অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেন। রাখির এক অনুরাগী আবার লিখেই দিয়েছেন, এই চরিত্রতে আলিয়া নয়। রাখিরই অভিনয় করা উচিত ছিল। অনেকেই লিখছেন, গাঙ্গুবাইয়ের চরিত্রের জন্য নাকি সঠিক কাস্টিং ছিল রাখিই।

advertisement

আরও পড়ুন- বিয়ে করতে ৫০ কোটি টাকা নিচ্ছেন মিকা সিং? পাত্রীটি কে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়া গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির গান ঢোলিডা গানেও নেচেছেন রাখি। সেই ভিডিও শেয়ার করে রাখি লিখছেন, "একদম আমার স্টাইলে নাচলাম শুধু মাত্র আমার প্রিয় আলিয়া ভাটের জন্য।" পরনে শাড়ি, কপালে লাল টিপ আর মাথায় গোলাপ ফুল, এই বেশে রাখিকে দেখে পছন্দ হয়েছে নেটিজেনদের। গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে গাঙ্গুবাই কাঠিয়াওড়ি। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। চরিত্রে আলিয়া ভাট মুগ্ধ করেছেন রাখিকেও। সংবাদমাধ্যমের সামনে নিজেই বলেছেন রাখি। আর তার পর থেকেই নিজেও গাঙ্গুবাইয়ের (Gangubai Kathiawadi) সাজে নিজেকে তুলে ধরছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhi Sawant : গাঙ্গুবাই সাজলেন রাখি সাওয়ান্ত! নেটিজেন বলছে, 'আলিয়ার থেকে ভালো'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল