Mika Singh : বিয়ে করতে ৫০ কোটি টাকা নিচ্ছেন মিকা সিং? পাত্রীটি কে

Last Updated:

Mika Singh : জীবনসঙ্গী খুঁজে পেলেও বিয়ে নয়। পছন্দের মানুষের সঙ্গে শুধুমাত্র বাগদান সারবেন মিকা।

#মুম্বই: বিয়ে করতে চলেছেন জনপ্রিয় গায়ক মিকা সিং (Mika Singh)। আগেই এই খবর প্রকাশ্যে এসেছিল যে, স্বয়ম্বর বসবে গায়কের বিয়ের জন্য। এবার জানা গেল, মিকার বিয়ের স্বয়ম্বরের নাম কী হতে চলেছে। এই রিয়্যালিটি শোয়ের নাম দেওয়া হয়েছে, 'স্বয়ম্বর- মিকা দি ভোহতি'। মিকা নিজেই এই খবরে সিলমোহর দিয়েছেন যে তিনি স্বয়ম্বরের জন্য প্রস্তুত।
মিকা সংবাদমাধ্যমের কাছে বলছেন, "বহু বছর ধরে বিয়ের অনুষ্ঠানের অংশ হয়ে থেকেছে আমার গান। সোলো, ডুয়েট উভয়ই গেয়েছি আমি। গানে তো সোলো থাকা যায়। কিন্তু জীবনে ডুয়েট হওয়ার ইচ্ছে হচ্ছে। কারণ নিজের লোকের সঙ্গেই তো আনন্দ হয়।"
advertisement
advertisement
জানা যাচ্ছে এই শোয়ে অংশ নেওয়ার জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন। তবে জীবনসঙ্গী খুঁজে পেলেও বিয়ে নয়। পছন্দের মানুষের সঙ্গে শুধুমাত্র বাগদান সারবেন মিকা। বিয়ে নিয়ে আগাম কোনও ঘোষণা করবেন না মিকা। অতীতে, রাখি সাওয়ান্ত, মল্লিকা শেরাওয়াত, রতন রাজপুত ও রাহুল মহাজনের স্বয়ম্বর হয়েছে। আর এবার পালা মিকার।
জানা যাচ্ছে, শোয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভালো মতোই। তবে এই শোয়ে আরও বড় একটি চমক আছে। মিকার (Mika Singh) স্বয়ম্বরে নাকি অংশ নিতে পারেন রাখি সাওয়ান্তও। একটা সময়ে মিকা সিংএর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন রাখি। রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant) এক প্রকার জোর করেই চুম্বন করেছিলেন মিকা।
advertisement
এবার শুধু দেখার মিকার মনে কে জায়গা করে নিতে পারেন। প্রসঙ্গত, মিকার গাওয়া জনপ্রিয় গানগুলি হল জুম্মে কি রাত হ্যায়, গন্দি বাত, সিং ইজ কিং, আপকা কেয়া হোগা, আজ কি পার্টি, সাওয়ান মে লাগ লই আগ, টেল মি সামথিং ইত্যাদি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mika Singh : বিয়ে করতে ৫০ কোটি টাকা নিচ্ছেন মিকা সিং? পাত্রীটি কে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement