Alia Bhatt : গাঙ্গুবাই সফল হওয়ার লাবণ্য আলিয়ার চোখে মুখে! লেহেঙ্গায় সৌন্দর্য ফুটে উঠেছে

Last Updated:
Alia Bhatt : ছবির প্রচারে এই কদিন শুধুই সাদা পোশাকে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার গোলাপি লেহেঙ্গায় ধরা দিলেন আলিয়া।
1/10
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিতে দুর্দান্ত অভিনয় করে প্রশংসা পেয়েছেন আলিয়া ভাট। সাফল্যের লাবণ্য তাঁর চোখে মুখে ভরে আছে।
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিতে দুর্দান্ত অভিনয় করে প্রশংসা পেয়েছেন আলিয়া ভাট। সাফল্যের লাবণ্য তাঁর চোখে মুখে ভরে আছে।
advertisement
2/10
হলুদ রঙের লেহেঙ্গার সঙ্গে মানানসই সাজ। আলিয়ার স্নিগ্ধ লুকে মুগ্ধ অনুরাগীরা।
হলুদ রঙের লেহেঙ্গার সঙ্গে মানানসই সাজ। আলিয়ার স্নিগ্ধ লুকে মুগ্ধ অনুরাগীরা।
advertisement
3/10
ছবির প্রচারে এই কদিন শুধুই সাদা পোশাকে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার গোলাপি লেহেঙ্গায় ধরা দিলেন আলিয়া। এই লুকে যেন তিনি পরী।
ছবির প্রচারে এই কদিন শুধুই সাদা পোশাকে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার গোলাপি লেহেঙ্গায় ধরা দিলেন আলিয়া। এই লুকে যেন তিনি পরী।
advertisement
4/10
গাঙ্গুবাই চাঁদ থি অউর চাঁদ রেহেগি! আলিয়ার রূপ দেখেও দর্শকরা এই মন্তব্যই করছেন। ছবিতে তুমুল সাড়া ফেলেছেন অভিনেত্রী।
গাঙ্গুবাই চাঁদ থি অউর চাঁদ রেহেগি! আলিয়ার রূপ দেখেও দর্শকরা এই মন্তব্যই করছেন। ছবিতে তুমুল সাড়া ফেলেছেন অভিনেত্রী।
advertisement
5/10
প্যাস্টেল পিঙ্ক লেহেঙ্গায় আলিয়া। শুধু অভিনয়ই নয়। আলিয়া একজন ফ্যাশনিস্তা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন।
প্যাস্টেল পিঙ্ক লেহেঙ্গায় আলিয়া। শুধু অভিনয়ই নয়। আলিয়া একজন ফ্যাশনিস্তা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন।
advertisement
6/10
গাঙ্গুবাই কাঠিওয়াডি় ছবিটি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। তবে আলিয়ার অভিনয় থেকে চোখ ফেরানো কঠিন।
গাঙ্গুবাই কাঠিওয়াডি় ছবিটি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। তবে আলিয়ার অভিনয় থেকে চোখ ফেরানো কঠিন।
advertisement
7/10
আলিয়ার সৌন্দর্য যেন এই ছবিতে একেবারে ঐশ্বরিক। এক মুহূর্তের জন্যও চোখ ফেরানো কঠিন।
আলিয়ার সৌন্দর্য যেন এই ছবিতে একেবারে ঐশ্বরিক। এক মুহূর্তের জন্যও চোখ ফেরানো কঠিন।
advertisement
8/10
সিলভার লেহেঙ্গায় আলিয়া। সুন্দরীর দিক থেকে চোখ ফেরাবে কার সাধ্য আছে।
সিলভার লেহেঙ্গায় আলিয়া। সুন্দরীর দিক থেকে চোখ ফেরাবে কার সাধ্য আছে।
advertisement
9/10
সঞ্জয় লীলা বনসালির এই ছবি কামাথিপুরার এক ঘোলাটে নীলচে রং দেখানো হয়েছে। কিন্তু সেই ঘোলাটে রং আলো করে ছিলেন আলিয়া তথা গাঙ্গুবাই।
সঞ্জয় লীলা বনসালির এই ছবি কামাথিপুরার এক ঘোলাটে নীলচে রং দেখানো হয়েছে। কিন্তু সেই ঘোলাটে রং আলো করে ছিলেন আলিয়া তথা গাঙ্গুবাই।
advertisement
10/10
আলিয়া ও রণবীর কাপুর বলিউডের চর্চিত জুটি। কবে বিয়ের পিঁড়িতে বসবেন, সেই অপেক্ষায় অনুরাগীরা।
আলিয়া ও রণবীর কাপুর বলিউডের চর্চিত জুটি। কবে বিয়ের পিঁড়িতে বসবেন, সেই অপেক্ষায় অনুরাগীরা।
advertisement
advertisement
advertisement