রাজু শ্রীবাস্তবের গোটা পরিবারই হাসপাতালে রয়েছে। লাইফ সাপোর্টে রাখা হয়েছে কমেডিয়ানকে। এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি রাজুর। বৃহস্পতিবার রাতে জানা গেল, রাজুর ব্রেন ড্যামেজ হয়েছিল হার্ট অ্যাটাকের সময়েই। মস্তিষ্কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তার পর থেকে এখনও জ্ঞান আসেনি তাঁর। তবে তা হলেও গতকালের থেকে আজ শুক্রবার তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল।
advertisement
আরও পড়ুন- ক্যাটরিনা-দীপিকার তালিকায় বাদ করণ জোহর! বেজায় চটলেন পরিচালক
জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন রাজু শ্রীবাস্তব। কিছু ক্ষণের মধ্যেই চেতনা হারিয়ে ফেলেন ৫৮ বছরের কমেডিয়ান। দিল্লির এইমসে এখন চিকিৎসাধীন রাজু ৷
আরও পড়ুন- দিশার সঙ্গে ব্রেক আপ হতে না হতেই নতুন প্রেম? আকাঙ্ক্ষ্যার সঙ্গে টাইগারের গুঞ্জন
রাজুর ভাই আশিষ শ্রীবাস্তব জানিয়েছিলেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন রাজু। বুধবার সকালে একটি জিমে গিয়েছিলেন তিনি। একই দিনে খানিক বাদে আরও একটি জিমে যান তিনি। ওখানেই অসুস্থ হয়ে পড়েন কমেডিয়ান।
উল্লেখ্য, সবার মুখে হাসি ফোটান রাজু। আজ তিনিই জীবনযুদ্ধ করছেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছেন তাঁর ভক্তরা।