Tiger Shroff : দিশার সঙ্গে ব্রেক আপ হতে না হতেই নতুন প্রেম? আকাঙ্ক্ষ্যার সঙ্গে টাইগারের গুঞ্জন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Tiger Shroff : কী কারণে ব্রেক আপ তা নিয়েও জলঘোলা চলেছে বিস্তর। তবে এসবের মধ্যেই শোনা যাচ্ছে, টাইগারের জীবনে এসেছেন এক নতুন অভিনেত্রী।
#মুম্বই: বিচ্ছেদের পথে হেঁটেছেন তারকা জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। অনুরাগীদের চমকে দিয়েই দীর্ঘদিনের সম্পর্কে ইতি টেনেছেন দুই তারকা। এই বিচ্ছেদের খবরে মন ভেঙেছে টাইগার ও দিশার জুটির যাঁরা ভক্ত ছিলেন। তবে সরাসরি কোনও দিনই প্রকাশ্যে সম্পর্কের কথা বলেননি দিশা বা টাইগার। বিচ্ছেদের কথাও তাঁরা কেউই স্পষ্ট করে বলেননি। তবে বলিউডের বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, একসঙ্গে নেই দিশা ও টাইগার।
কী কারণে ব্রেক আপ তা নিয়েও জলঘোলা চলেছে বিস্তর। তবে এসবের মধ্যেই শোনা যাচ্ছে, টাইগারের জীবনে এসেছেন এক নতুন অভিনেত্রী। শোনা যাচ্ছে অভিনেত্রী আকাঙ্ক্ষ্যা শর্মার সঙ্গে নাকি এখন ডেট করছেন টাইগার। বিটাউনে কান পাতলে এমনই নাকি শোনা যাচ্ছে। 'ক্যাসানোভা' মিউজিক ভিডিওয় টাইগারের সঙ্গে কাজ করেছেন আকাঙ্ক্ষ্যা। এছাড়াও এই জুটিকে আর একটি মিউজিক ভিডিও 'আই অ্যাম এ ডিস্কো ডান্সার ২.০'-তেও দেখা গিয়েছে।
advertisement
advertisement
বেশ কিছু বিজ্ঞাপন দিয়ে কেরিয়ার শুরু করেন আকাঙ্ক্ষ্যা। মহেশ বাবু থেকে বরুণ ধাওয়ানদের মতো অভিনেতাদের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছেন। তেলুগু ছবি ত্রিবিক্রমা থেকে অভিনয়ের হাতেখড়ি তাঁর। সম্প্রতি টাইগারের জন্মদিনে তাঁকে ইনস্টাগ্রামে আকাঙ্ক্ষ্যার সঙ্গে কথা বলতে দেখা যায়। আর তার পর থেকেই গুঞ্জন শুরু।
advertisement
দিশার সঙ্গে দীর্ঘ ৬ বছর সম্পর্ক ছিল টাইগারের। সেই সম্পর্কে ইতি টেনেছেন দুইজন। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দিশার ছবি এক ভিলেন রিটার্নস। এছাড়াও তাঁর হাতে আছে প্রোজেক্ট কে, যোধা, কেটিনা। অন্যদিকে টাইগারের হাতে আছে স্ক্রু ঢিলা ও গণপথ নামে দুটি ছবি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2022 11:52 PM IST