Koffee With Karan : ক্যাটরিনা-দীপিকার তালিকায় বাদ করণ জোহর! বেজায় চটলেন পরিচালক

Last Updated:

Koffee With Karan :এই এপিসোডে সেলেব্রিটিদের বিয়ে নিয়ে কথা বলেন করণ। আর তখনই ওঠে ক্যাটরিনা ও দীপিকার কথা।

ক্যাটরিনা-দীপিকার তালিকায় বাদ করণ জোহর! বেজায় চটলেন পরিচালক
ক্যাটরিনা-দীপিকার তালিকায় বাদ করণ জোহর! বেজায় চটলেন পরিচালক
#মুম্বই: করণ জোহরের শো কফি উইথ করণ সিজন ৬৭ ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। নেট দুনিয়ায় আলোচনা হচ্ছে বলিউডের অন্যতন চ্যাট শো নিয়ে। সম্প্রতি অর্জুন কাপুর ও সোনম কাপুরের এপিসোডটি প্রকাশ্যে এসেছে। আর এপিসোডেই নাকি করণ বলেছেন, তিনি বলিউডের দুই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাডুকোনের উপর বেশ অসন্তুষ্ট।
এই এপিসোডে সেলেব্রিটিদের বিয়ে নিয়ে কথা বলেন করণ। আর তখনই ওঠে ক্যাটরিনা ও দীপিকার কথা। করণ বরাবরই বলে এসেছেন, তিনি বিয়ে করতে ইচ্ছুক নয়। তবে একটি কারণের জন্য তিনি বিয়ে করতে চান। তাহলে কি করণ কি কোনও সম্পর্কে আছেন? না প্রেমের জন্য নয়। অন্য একটি কারণে বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
advertisement
করণ ঠিক করেছেন, বিয়ে করলে তিনি সবাইকে নিমন্ত্রণ না করার সুযোগ পাবেন। বিশেষ করে যাঁরা নিজেদের বিয়েতে নিমন্ত্রণ করেননি, তাঁদের করণও নিমন্ত্রণ করবেন না বলে জানান। কারণ বলিউডে সবাই এখন প্রাইভেট এবং ডেস্টিনেশন ওয়েডিং করছেন। তাই করণের খুব আক্ষেপ। তাই নিজেদের বিয়েতেও খুব কম অতিথিদের আমন্ত্রণ জানাবেন তিনি।
advertisement
advertisement
যদিও করণ কারও নাম নেননি। কিন্তু নেটিজেনদের দাবি, করণ দীপিকা ও ক্যাটরিনার সম্পর্কেই এমন বলছেন। দীপিকা-রণবীর ও ক্যাটরিনা-ভিকি দুইজনই ডেস্টিনেশন ওয়েডিং করেছেন। একজন লেক কোমো, আর একজন মাধোপুর। খুব ব্যক্তিগত পরিসরে বিয়ে করেছেন দুই জুটিই। আর সেটাই করণের মনে বেশ দুঃখ দিয়েছে।
বিয়ে নিজে না করলেও, করণ বিয়ে বিষয়টিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে তাঁর ছবিতে। তাঁর ছবিতে বিয়ে মানেই জমকালো লেহেঙ্গা, বিয়ের গান আর তুমুল হইচই। আর সেই করণই বাদ পড়েছেন বলিউড ডিভাদের বিয়ের অনুষ্ঠান থেকে। তাই সেই আক্ষেপ প্রকাশ করেছেন করণ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koffee With Karan : ক্যাটরিনা-দীপিকার তালিকায় বাদ করণ জোহর! বেজায় চটলেন পরিচালক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement