TRENDING:

Rajkumar Rao falls victim to financial fraud : আর্থিক জালিয়াতির শিকার রাজকুমার রাও, ট্যুইটারে ফেটে পড়লেন ক্ষোভে

Last Updated:

Rajkumar Rao falls victim to financial fraud : এই অপরাধের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : বলিউড অভিনেতা রাজকুমার রাও এ বার শিকার আর্থিক জালিয়াতির৷(Rajkumar Rao becomes the victim of financial fraud) সাধারণ মানুষকে সচেতন করতে তিনি এ বিষয়ে জানিয়েছেন সামাজিক মাধ্যমে৷ ‘নিউটন’-এর কেন্দ্রীয় অভিনেতার অভিযোগ, তাঁর প্যান কার্ড (PAN Card) ব্যবহার করে ঋণ নেওয়া হয়েছে৷ যার ফলে তাঁর সিবিল স্কোর ব্যাহত হয়েছে বলে অভিযোগ৷ ট্যুইটারে তিনি লিখেছেন, ‘‘আমার প্যানকার্ডের অপব্যবহার করা হয়েছে৷ আমার নামে ২৫০০ টাকার ঋণ নেওয়া হয়েছে৷’’ এই অপরাধের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি৷
Rajkumar Rao falls victim to financial fraud
Rajkumar Rao falls victim to financial fraud
advertisement

সিবিল স্কোর হল মূলত ৩ অঙ্ক বিশিষ্ট গ্রাহকের ক্রেডিট স্কোর৷ ব্যক্তিবিশেষের ঋণ নেওয়ার ইতিহাস ও ঋণের তথ্য এতে থাকে৷ ৩০০ থেকে ৯০০-র মধ্যেই থাকে এই সংখ্যা৷ যে কোনও সময়ে ঋণ গ্রহণের ক্ষেত্রে এই সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ কারণ ঋণদাতা আগে গ্রাহকের সিবিল স্কোর দেখেন এবং তার পরই ঋণ মঞ্জুর করেন৷

advertisement

আরও পড়ুন : রেকর্ড ভাঙা উষ্ণতম মার্চের পর এপ্রিলেও কি তীব্র দহনজ্বালা? নাকি বৃষ্টির পূর্বাভাস আছে?

রাজকুমারই প্রথম বলিউড অভিনেতা নন যিনি আর্থিক জালিয়াতির শিকার হলেন৷ কিছু মাস আগে সানি লিওনে-ও এই পরস্থিতির শিকার হয়েছিলেন৷ তাঁরও অভিযোগ ছিল প্যান কার্ড ব্যবহার করে ২০০০ টাকার ঋণ নেওয়া হয়েছে, যার ফলে তাঁর সিবিল স্কোর ব্যাহত হয়েছে৷ সে সময় তিনিও ট্যুইট করেছিলেন তাঁর তিক্ত অভিজ্ঞতা৷ পরে সেই ট্যুইট তিনি মুছে ফেলেন৷

advertisement

আরও পড়ুন : লাল পোশাকের সঙ্গে কপালে চন্দনের ফোঁটা, সাধভক্ষণে দেবিনা যেন বিয়ের কনে

আরও পড়ুন : বলিউডে আত্মপ্রকাশের আগেই এ কী করে বসলেন ক্যাটরিনার বোন ইসাবেল!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সানির মতো রাজকুমারের ক্ষেত্রেও সহমর্মিতা প্রকাশ করেছেন অনুরাগী তথা নেটিজেনরা৷ কয়েক মাস আগে দীর্ঘ দিনের বান্ধবী পত্রলেখাকে বিয়ে করেছেন অভিনেতা৷ তার পরই এই বিপর্যয়ের শিকার হলেন৷ কাজের দিকে তাঁর সাম্প্রতিক ছবি ‘বধাই দো’ প্রশংসিত হয়েছে৷ পরবর্তীতে তাঁকে দেখা যাবে রাজ এবং ডিকে-র পরিচালনায় ‘গানস অ্যান্ড গুলাবস’, অনুভব সিনহার ‘ভিড়’, নেটফ্লিক্সের ‘মনিকা ও মাই ডার্লিং’, ধর্মা প্রোডাকশনের ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহী’ এবং তেলুগু ছবি ‘হিট:দ্য ফার্স্ট কেস’-এ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rajkumar Rao falls victim to financial fraud : আর্থিক জালিয়াতির শিকার রাজকুমার রাও, ট্যুইটারে ফেটে পড়লেন ক্ষোভে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল