সিবিল স্কোর হল মূলত ৩ অঙ্ক বিশিষ্ট গ্রাহকের ক্রেডিট স্কোর৷ ব্যক্তিবিশেষের ঋণ নেওয়ার ইতিহাস ও ঋণের তথ্য এতে থাকে৷ ৩০০ থেকে ৯০০-র মধ্যেই থাকে এই সংখ্যা৷ যে কোনও সময়ে ঋণ গ্রহণের ক্ষেত্রে এই সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ কারণ ঋণদাতা আগে গ্রাহকের সিবিল স্কোর দেখেন এবং তার পরই ঋণ মঞ্জুর করেন৷
advertisement
আরও পড়ুন : রেকর্ড ভাঙা উষ্ণতম মার্চের পর এপ্রিলেও কি তীব্র দহনজ্বালা? নাকি বৃষ্টির পূর্বাভাস আছে?
রাজকুমারই প্রথম বলিউড অভিনেতা নন যিনি আর্থিক জালিয়াতির শিকার হলেন৷ কিছু মাস আগে সানি লিওনে-ও এই পরস্থিতির শিকার হয়েছিলেন৷ তাঁরও অভিযোগ ছিল প্যান কার্ড ব্যবহার করে ২০০০ টাকার ঋণ নেওয়া হয়েছে, যার ফলে তাঁর সিবিল স্কোর ব্যাহত হয়েছে৷ সে সময় তিনিও ট্যুইট করেছিলেন তাঁর তিক্ত অভিজ্ঞতা৷ পরে সেই ট্যুইট তিনি মুছে ফেলেন৷
আরও পড়ুন : লাল পোশাকের সঙ্গে কপালে চন্দনের ফোঁটা, সাধভক্ষণে দেবিনা যেন বিয়ের কনে
আরও পড়ুন : বলিউডে আত্মপ্রকাশের আগেই এ কী করে বসলেন ক্যাটরিনার বোন ইসাবেল!
সানির মতো রাজকুমারের ক্ষেত্রেও সহমর্মিতা প্রকাশ করেছেন অনুরাগী তথা নেটিজেনরা৷ কয়েক মাস আগে দীর্ঘ দিনের বান্ধবী পত্রলেখাকে বিয়ে করেছেন অভিনেতা৷ তার পরই এই বিপর্যয়ের শিকার হলেন৷ কাজের দিকে তাঁর সাম্প্রতিক ছবি ‘বধাই দো’ প্রশংসিত হয়েছে৷ পরবর্তীতে তাঁকে দেখা যাবে রাজ এবং ডিকে-র পরিচালনায় ‘গানস অ্যান্ড গুলাবস’, অনুভব সিনহার ‘ভিড়’, নেটফ্লিক্সের ‘মনিকা ও মাই ডার্লিং’, ধর্মা প্রোডাকশনের ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহী’ এবং তেলুগু ছবি ‘হিট:দ্য ফার্স্ট কেস’-এ৷