২০০৮ সালে দর্শকদের পছন্দের প্রথম সারিতে জায়গা করে নিয়েছিল রামায়ণ। এই ধারাবাহিকে সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন গুরমিত। পরবর্তীতে বাস্তবেও তাঁরা আবদ্ধ হন পরিণয়সূত্রে। (Baby shower of Debina Bonnerjee)