Hottest March in India: রেকর্ড ভাঙা উষ্ণতম মার্চের পর এপ্রিলেও কি তীব্র দহনজ্বালা? নাকি বৃষ্টির পূর্বাভাস আছে?

Last Updated:

Hottest March in India: চলতি বছর মার্চে সর্বোচ্চ তাপমাত্রা গড়পড়তায় পৌঁছেছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াসে৷ ১৯০১ সালের পর থেকে যা রেকর্ড

Hottest March in India
Hottest March in India
নয়াদিল্লি : গত ১২২ বছরে উষ্ণতম মার্চ মাস (Hottest March in India) কাটাল ভারত৷ (summer in India) জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর৷ ২০১০ সালের মার্চে পারদ যে রেকর্ড গড়পড়তা উচ্চতা স্পর্শ করেছিল, তাকেও ছাপিয়ে গিয়েছে এ বছরের পরিসংখ্যান৷(weather forecast)
চলতি বছর মার্চে সর্বোচ্চ তাপমাত্রা গড়পড়তায় পৌঁছেছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াসে৷ ১৯০১ সালের পর থেকে যা রেকর্ড৷ ২০ মার্চ দিল্লির পীতমপুরা পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা ধরা পড়ে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা এ বছর এখনও অবধি সর্বোচ্চ তাপমাত্রা৷ হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, পঞ্জাব, রাজস্থান-সহ দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি বেশি৷
advertisement
তবে মার্চে এই আকাশচুম্বী পারদ গমন সম্পূর্ণ পূর্বাভাসহীন নয়৷ গত দু’ বছরের মার্চেও তাপমাত্রার রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছিল৷ মাসিক সর্বোচ্চ তাপমাত্রার গড়পড়তার হিসেবে ২০২১-এর মার্চ ভেঙে দিয়েছিল ১২১ বছরের রেকর্ড৷ বলছে আবহাওয়া দফতরের পরিসংখ্যান৷
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মত, শুধু ভারতেই এই ছবি নয়৷ সারা বিশ্ব জুড়েই ধরা পড়েছে দহনজ্বালার তীব্রতা৷ ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের বিজ্ঞানী রাজেন্দ্র জেনামণি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘সারা বিশ্ব জুড়েই গত দু’ দশকে দেখা গিয়েছে উষ্ণতম কিছু বছর৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে আবহাওয়ার তীব্রতা এবং তার স্থায়িত্বের উপর৷ এই ছবি ধরা পড়েছে ভারতেও-তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাত-যা-ই হোক না কেন, আবহাওয়ার তীব্রতা ধরা পড়ছে৷’’ গত কয়েক বছর ধরে কোথাও খরার স্থায়িত্ব দীর্ঘতর হয়েছে৷ কোথাও আবার বৃষ্টিপাত হয়েছে সাঙ্ঘাতিক৷
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর পশ্চিম, মধ্যভারত এবং উত্তর পূর্বের কিছু অংশে এপ্রিলেও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি৷ পাশাপাশি, সামান্য হলেও আছে বৃষ্টিপাতের সুখবরও৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর পশ্চিম ও মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Hottest March in India: রেকর্ড ভাঙা উষ্ণতম মার্চের পর এপ্রিলেও কি তীব্র দহনজ্বালা? নাকি বৃষ্টির পূর্বাভাস আছে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement