TRENDING:

Rajkumar Rao and Patralekha Paul wedding: ১০ বছরেরও বেশি লিভ ইনের পর এ বার নাকি সাতপাকে বাঁধা পড়ছেন রাজকুমার-পত্রলেখা

Last Updated:

Rajkumar Rao and Patralekha Paul wedding: গত এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে আছেন৷ শোনা যাচ্ছে, নভেম্বরেই সাতপাকে বাঁঝা পড়তে চলেছেন এই জুটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : বলিউডে ফের বিয়ের সানাই৷ শোনা যাচ্ছে, এ বার বিয়ে করতে চলেছেন রাজকুমার রাও এবং পত্রলেখা পাল (Rajkumar Rao and Patralekha Paul )৷ গত এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে আছেন৷ শোনা যাচ্ছে, নভেম্বরেই সাতপাকে বাঁঝা পড়তে চলেছেন এই জুটি (Rajkumar Rao and Patralekha Paul believed to tie the knot )৷ পরের মাসের দ্বিতীয় সপ্তাহে নাকি পাকা হয়ে গিয়েছে বিয়ের দিনও৷
advertisement

আরও পড়ুন-জন্মদিনে অনন্যাকে বিশেষ শুভেচ্ছাবার্তা ‘প্রেমিক’ ঈশানের

সংবাদমাধ্যমে প্রকাশ, রাজকুমার এবং পত্রলেখার ঘনিষ্ঠ এক বন্ধু ইতিমধ্যেই জেনে গিয়েছেন বিয়ে নিয়ে৷ সাদামাটা অনুষ্ঠানেই বিয়ে হবে বলে খবর৷ অতিথি হিসেবে আমন্ত্রিত থাকবেন ঘনিষ্ঠ বৃত্তের মানুষই৷

আরও পড়ুন- রান্না করতে গিয়ে আঙুল কেটে রক্তারক্তি! শিশুর মতো কাঁদলেন ইলিয়ানা

তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই ইন্টারনেটে ঘুরছে পত্রলেখার একটি পুরনো ইন্টারভিউ৷ সেখানে তিনি বলছেন রাজকুমারকে প্রথম বার দেখে তাঁর কেমন মনে হয়েছিল৷ তাঁর কথায়, ‘‘আমি প্রথম বার রাজকুমারকে অনস্ক্রিন দেখি লভ সেক্স অ্যান্ড ধোকা ছবিতে৷ আমি ভেবেছিলাম ও বাস্তবেও হয়তো ওই ছবির মতোই চরিত্রের৷ ওকে নিয়ে আমার ধারণা ভেঙে চুরমার হয়ে গিয়েছে অবশ্য৷’’ রাজকুার প্রথম পত্রলেখাকে দেখেছিলেন একটি বিজ্ঞাপনে৷ তখনই ঠিক করেছিলেন এই মেয়েকেই বিয়ে করতে হবে! ওই সাক্ষাৎকারেই জানিয়েছেন পত্রলেখা৷

advertisement

আরও পড়ুন-ভিডিওতে যৌনকর্মী, অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নাচলেন ঋতুপর্ণা, দেবলীনা, রিচা

পত্রলেখা নিজেও অভিনয় করেছেন রাজকুমারের বিপরীতে৷ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিটিলাইটস’-এ তাঁরাই ছিলেন নামভূমিকায়৷ এ ছাড়াও পত্রলেখাকে দেখা গিয়েছে ‘লভ গেমস’, ‘নানু কি জানু’ ছবিতে৷ তিনি অভিনয় করেছেন টেলিভিশন ও ওয়েব সিরিজেও৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কবে তাঁরা বিয়ে করছেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেক দিন ধরেই৷ এ বার সে দিন সমাগত বলেই শোনা যাচ্ছে বলিউডের অন্দরমহলে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rajkumar Rao and Patralekha Paul wedding: ১০ বছরেরও বেশি লিভ ইনের পর এ বার নাকি সাতপাকে বাঁধা পড়ছেন রাজকুমার-পত্রলেখা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল