আরও পড়ুন-জন্মদিনে অনন্যাকে বিশেষ শুভেচ্ছাবার্তা ‘প্রেমিক’ ঈশানের
সংবাদমাধ্যমে প্রকাশ, রাজকুমার এবং পত্রলেখার ঘনিষ্ঠ এক বন্ধু ইতিমধ্যেই জেনে গিয়েছেন বিয়ে নিয়ে৷ সাদামাটা অনুষ্ঠানেই বিয়ে হবে বলে খবর৷ অতিথি হিসেবে আমন্ত্রিত থাকবেন ঘনিষ্ঠ বৃত্তের মানুষই৷
আরও পড়ুন- রান্না করতে গিয়ে আঙুল কেটে রক্তারক্তি! শিশুর মতো কাঁদলেন ইলিয়ানা
তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই ইন্টারনেটে ঘুরছে পত্রলেখার একটি পুরনো ইন্টারভিউ৷ সেখানে তিনি বলছেন রাজকুমারকে প্রথম বার দেখে তাঁর কেমন মনে হয়েছিল৷ তাঁর কথায়, ‘‘আমি প্রথম বার রাজকুমারকে অনস্ক্রিন দেখি লভ সেক্স অ্যান্ড ধোকা ছবিতে৷ আমি ভেবেছিলাম ও বাস্তবেও হয়তো ওই ছবির মতোই চরিত্রের৷ ওকে নিয়ে আমার ধারণা ভেঙে চুরমার হয়ে গিয়েছে অবশ্য৷’’ রাজকুার প্রথম পত্রলেখাকে দেখেছিলেন একটি বিজ্ঞাপনে৷ তখনই ঠিক করেছিলেন এই মেয়েকেই বিয়ে করতে হবে! ওই সাক্ষাৎকারেই জানিয়েছেন পত্রলেখা৷
advertisement
আরও পড়ুন-ভিডিওতে যৌনকর্মী, অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নাচলেন ঋতুপর্ণা, দেবলীনা, রিচা
পত্রলেখা নিজেও অভিনয় করেছেন রাজকুমারের বিপরীতে৷ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিটিলাইটস’-এ তাঁরাই ছিলেন নামভূমিকায়৷ এ ছাড়াও পত্রলেখাকে দেখা গিয়েছে ‘লভ গেমস’, ‘নানু কি জানু’ ছবিতে৷ তিনি অভিনয় করেছেন টেলিভিশন ও ওয়েব সিরিজেও৷
কবে তাঁরা বিয়ে করছেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেক দিন ধরেই৷ এ বার সে দিন সমাগত বলেই শোনা যাচ্ছে বলিউডের অন্দরমহলে৷