আরও পড়ুন : বালুকাবেলায় আঙুল বুলিয়ে লিখলেন নাম, কঙ্গনা এ বার ভারতীয় বায়ুসেনার পাইলট
আগামি বছর যে ছবিগুলি মুক্তি পাচ্ছে, তার মধ্যে ‘বধাই দো’ ঘিরে আকর্ষণ তুঙ্গে৷ রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সীমা পহওয়া, শিবা চাঢা, লভলিনা মিশ্র, নীতিশ পাণ্ডে এবং শশী ভূষণ৷
আরও পড়ুন : ১০ বছরেরও বেশি লিভ ইনের পর এ বার নাকি সাতপাকে বাঁধা পড়ছেন রাজকুমার-পত্রলেখা
ছবি ঘিরে উত্তেজনা ও আগ্রহের মাঝেই নির্মাতারা ছবির মুক্তির দিনও ঘোষণা করেছেন৷ জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহে সিনেমা হলে আসবে ছবিটি৷ এই প্রথম ছবিতে স্ক্রিনস্পেস শেয়ার করবেন রাজকুমার এবং ভূমি৷ শোনা যাচ্ছে, ছবিতে এক মহিলা পরিচালিত থানায় পুলিশের ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার ৷ অন্যদিকে ভূমি অভিনয় করেছেন শারীরশিক্ষার শিক্ষিকার ভূমিকায়৷
আরও পড়ুন : রান্না করতে গিয়ে আঙুল কেটে রক্তারক্তি! শিশুর মতো কাঁদলেন ইলিয়ানা
ছবির গল্প লিখেছেন অক্ষত ঘিলঢিয়াল এবং সুমন অধিকারী৷ পরিচালক হর্ষবর্ধন কুলকার্নির কথায়, ‘‘আমরা বধাই দো সিনেমাহলে আনতে পেরে খুবই রোমাঞ্চিত৷ এটা সম্পূর্ণ বিনোদনমূলক এবং আমি আশা করি দর্শকরা এই ছবি খুব উপভোগ করবেন, ঠিক যেমন আমরা উপভোগ করেছি ছবিটি বানানোর সময়৷’’