প্রশ্ন করার আগেই মস্করা করে রাহুল নিউজ18 বাংলাকে বললেন, ''না, আবার বিয়ে হচ্ছে না।'' বলে নিজেই হেসে উঠলেন 'লালকুঠি'র নায়ক। আজ তাঁর প্রথম ছবি 'কলকাতা ৯৬'-এর চিত্রনাট্যটি ছেলের হাতে তুলে দিয়েছেন রাহুল। সেই উপলক্ষেই এই ছবি। ছবিটি পোস্ট করেছেন প্রযোজক রানা সরকার। লিখেছেন, 'কলকাতা ৯৬ - চিরদিনই তুমি যে আমার'। সেই ছবিটি শেয়ার করেই রাহুল লিখেছেন, 'নতুন শুরু'। তা-ই নিয়ে যত জল্পনা।
advertisement
আরও পড়ুন: সঙ্গে চাই প্রিয়াঙ্কাকেও ! ‘নির্বোধ’ আলোকচিত্রীর সঙ্গে আর কাজ করতে চান না ক্ষুব্ধ রাহুল
আজ প্রথম পরিচালক ছবির চিত্রনাট্য পড়ে শোনাচ্ছেন সকল অভিনেতা-অভিনেত্রীকে। শ্যুটিং হবে কলকাতায় এবং শহরের আশেপাশে। আগামী ২৬ জুলাই থেকে ১০ অগস্ট পর্যন্ত।
রাহুল বললেন, ''সহজ চিত্রনাট্য শুনেছে। মতামত দিয়েছে। কিন্তু মজার ব্যাপার, একটি ভয় ভয়ও করছে ওর। কাল আবার মাকে গিয়ে বলেছে, ''মা, দুশ্চিন্তা হলে কি এ রকমই হয়, যে রকম এখন আমার হচ্ছে?'' তাই বেশ ভাবনাচিন্তা করছে ওর চরিত্রটা নিয়ে।''
আরও পড়ুন: আগেই জানতাম, সন্দীপ্তা নতুন প্রেম করছে, মুখ খুললেন রাহুল
রাহুলের স্ত্রী (ছাদ আলাদা হলেও খাতায় কলমে এখনও তাঁরা দম্পতি) প্রিয়াঙ্কা আগেই চিত্রনাট্য শুনেছেন। তাঁর খুবই পছন্দ হয়েছে। রাহুলের কথায়, ''প্রিয়াঙ্কা আমাদের ছেলে সহজকে নিয়ে বেশ খুঁতখুঁতে। ও কোথায় থাকবে, কী করবে, এ সব নিয়ে খুব দুশ্চিন্তা করে। কিন্তু এ ক্ষেত্রে করছে না কারণ গল্পটা ওর ভাল লেগেছে। আমাদের ছেলে প্রথম বার অভিনয় করছে। শ্যুটিংয়ের প্রথম দিন তো সেটে থাকবেই প্রিয়াঙ্কা। তার পর ওর নিজের ব্যস্ততা সামলে মাঝে মধ্যে সেটে আসবে।''
