রাজ্যের নানা প্রান্তের বহ বিশিষ্ট নৃত্য প্রতিষ্ঠানের শিল্পীরা এই উদ্যোগে অংশগ্রহণ করেন। মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেদের সম্মানিত করার সাথে, সাথেই আসে এক অনন্য সাধারণ মুহূর্ত। মঞ্চে গাওয়া হল রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে গহন কুসুম কুন্জ মাঝে গানটি। সেই গানের সাথে নৃত্য পরিবেশন করলেন তিন দিকপাল শিল্পী কলাবতী দেবী, পূর্ণিমা ঘোষ এবং মমতা শঙ্কর। এ এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল।
advertisement
আরও পড়ুন-ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় চলে গেল তরতাজা প্রাণ, প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা
আরও পড়ুন-প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেত্রী, পর্দার মাকে হারালেন অমিতাভ -দিলীপ
এছাড়া সেদিন নৃত্য পরিবেশন করেন ইছাপুর পরম্পরা নৃত্যাঙ্গণ কেন্দ্র ( যুগ প্রভাতের রবি ),নৃত্যম, সল্টলেক (উদ্বোধন কবিতা ও নব আনন্দে জাগো),আনন্দধারা নৃত্য মন্দির (আকাশ জুড়ে শুনিনু ওই বাজে), সমৃদ্ধি (আলোয় আলোকময়), মমতাশঙ্কর ডান্স কোম্পানী (আগুনের পরশমনি),ক্যালকাটা ডান্স থিয়েটার (মহাবিশ্বে মহাকাশে), শিঞ্জিনী ওডিসি ডান্স অ্যাকাডেমি (বহে নিরন্তর অনন্ত), নাদ – ব্রহ্ম (‘একগাঁয়ে ‘ কবিতার সঙ্গে ‘ আয় তবে সহচরী, মাটি তোদের ডাক দিয়েছে,বাদল বাউল গানের কিছু অংশ), নৃত্যাঙ্কুর ( নববর্ষা ),মার্গম ( মেঘ বলেছে যাবো যাবো),প্রয়াস ডান্স একাডেমী, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ (গহন ঘন ছাইল) উল্লেখযোগ্য।