এসি ছাড়াও এক মুহূর্ত থাকা যাচ্ছে না৷ তবে এসি চালানোর আগে এই ভুলেই বিপদ বাড়ছে৷

এসি ছাড়া যেমন এক মুহূর্ত থাকা যাচ্ছে না,তেমনই এসি চালানোর আগে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে৷ 

এসি কোন মোডে চালাতে হবে তা সবার আগে জেনে নিন৷ ভুল মোডে এসি চালালেই হু হু করে বিদ্যুতের বিল বেড়ে যাবে৷

কোন মোডে এসি চালালে বিল কম উঠবে তা জেনে নিতে হবে সবার আগে৷ 

কত টনের এসি ব্যবহার করছেন, সেই হিসেবে এসির মোড পাল্টায়৷ তাই মোড ঠিক করে নিলেই বিল নিয়ে আর চিন্তা করতে হবে না৷

এসি কেনার সময় খুব সাধারণ একটা জিনিস দেখে নিতে হবে৷ কত স্টারের এসি ব্যবহার করছেন তাও দেখে নিতে হবে৷ 

Heading 2

এই স্টার রেটিংয়ের উপরেও এসির বিল অনেকটাই নির্ভর করে৷

এসি কেনার সময় একটি গাইডবুকও দেওয়া হয়৷ সেখানেই এসির নির্দিষ্ট উষ্ণতা কত থাকা উচিত তা বলা থাকে৷ সেটা খেয়াল করে এসি চালালেই বিল বাঁচবে অনেকটাই৷ 

অনেকেই আছেন এসি চালানোর সময় পাখা চালিয়ে দেন৷ এতে এসির ঠান্ডা দ্রুত সারা ঘরে ছড়িয়ে পড়ে৷ 

খানিকক্ষণ বাদে অনেকে আবার এসিটা বন্ধ করে দেন, তাতেও এসির বিল কম আসে৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন