Sulochana Latkar Death: প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেত্রী, পর্দার মাকে হারালেন অমিতাভ -দিলীপ
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sulochana Latkar Death: প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেত্রী সুলোচনা লাটকর। রবিবার মুম্বইয়ের দাদারের হাসপাতালে মৃত্যু হয়েছে অভিনেত্রীর।
মুম্বই: ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেত্রী সুলোচনা লাটকর। রবিবার মুম্বইয়ের দাদারের হাসপাতালে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৯৪ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর।
পরিবারের তরফ থেকে বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে লেখা রয়েছে, শ্রীমতি সুলোচনা লাটকর দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শুধু তাই নয়, পরিবার সূত্রে আরও জানানো হযেছে, আগামীকাল অর্থাৎ সোমবার শিবাজি পার্ক অঞ্চলে শেষকৃত্য সম্পন্ন হবে কিংবদন্তীর।
advertisement
advertisement
একাধিক ছবিতে অমিতাভ বচ্চন ও দিলীপ কুমারের মায়ের চরিত্রে অভিনয় করেছেন সুলোচনা। পর্দার মা-কে হারালেন অমিতাভ। প্রায় ২৫০ টির বেশি ছবিতে অভিনয় করেছেন সুলোচনা। ১৯৪০ সালে মারাঠি ছবি দিয়েই কেরিয়ার শুরু করেন সুলোচনা। অল্প সময়েই বলিউডে কেরিয়ার শুরু করেন নায়িকা। একাধিক বলিউড তারকা শাম্মি কাপুর, দিলীপ কাপুর, দেব আনন্দ, অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সুলোচনা। ফিল্ম ফেয়ার পুরস্কারও রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। শেষবারের মতো সঞ্জয় লীলা বনশালির বাজিরাও মস্তানি ছবিতে দেখা গিয়েছে সুলোচনাকে। বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ বলি ইন্ডাস্ট্রি।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2023 10:40 PM IST