TRENDING:

Pushpa 2 Teaser: বড় খবর জানা গেল পুষ্পা ২-র অফিসিয়াল টিজার রিলিজের ডেট, রয়েছে চমক

Last Updated:

Pushpa 2 Teaser: 'পুষ্পা ২'-এ, আল্লু অর্জুন ছাড়াও, রশ্মিকা মান্দানাকে নায়িকার ভূমিকায় দেখা যাবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  ‘তেরি ঝলক আসরফি-শ্রীবল্লী’ হোক বা ‘বালম সামে’- এই গানগুলি বললেই এখনও সকলেই নেচে ওঠেন৷  তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত তারকা আল্লু অর্জুনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'পুষ্পা’ ছিল ব্লকবাস্টার। দক্ষিণী সুপারস্টারের গণ্ডি টপকে  আল্লু সারা দেশের সুপারস্টার হয়ে উঠেছেন৷  পুষ্পা  সিনেমা পরিচালনা করেছিলেন সুকুমার৷  চলচ্চিত্রটি অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার একটি লাল চন্দন চোরাচালান চক্রের গল্প৷ এই ছবিতে ‘পুষ্পা’-র ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন আল্লু অর্জুন৷ দক্ষিণী সুপারস্টারের লুক , অভিনয় একেবার কাশ্মীর থেকে কন্যাকুমারী রাজ করেছিল৷
advertisement

সিনেমার শেষেই বুঝিয়ে দেওয়া হয়েছিল এই ব্লকবাস্টারের সিকুয়াল আসবে৷ পুষ্পা দ্য রাইজ -র পরের পর্ব তৈরির কাজ শুরুও হয়ে গেছে৷ ফ্যানরাও অধীর আগ্রহে পুষ্পা রাজের গল্প জানার জন্য৷

আরও পড়ুন -  Famous Sweet: কলকাতার রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা ফেল! কামাল করছে লালুর ম্যাচা সন্দেশ

ভক্তদের অধীর আগ্রহে  'পুষ্পা ২'-এর জন্য। আপাতত এই ছবির প্রথম অফিসিয়াল টিজার রিলিজের তারিখ সামনে এসেছে৷  আল্লু তার জন্মদিন উপলক্ষে ভক্তদের একটি বড় চমক দিতে চলেছেন।

advertisement

আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পাবে 'পুষ্পা 2'-এর টিজার

'পুষ্পা 2'-এর বহু প্রতীক্ষিত অফিসিয়াল টিজার সম্প্রতি অন্ধ্র প্রদেশে শ্যুট করা হয়েছে। মুক্তির তারিখও তারপরেই সামনে এসেছে৷ লেটেস্ট আপডেট অনুযায়ি  'পুষ্পা ২'-এর টিজারটি এই বছরের 8 এপ্রিল  আল্লু অর্জুনের ৪১ তম জন্মদিন উপলক্ষ্যে রিলিজ হবে।

পুষ্পা ২-এর অফিসিয়াল টিজারটি বেশ লম্বা হতে চলেছে৷ ৩ মিনিটের একটি কনসেপ্ট ভিডিও থাকবে যার একটি হাই ভোল্টেজ অ্যাকশন সিকোয়েন্স থাকবে। অতি অবশ্যই এই টিজারের লিডিং ম্যান আল্লু অর্জুন। মিডিয়া ইন্ডাস্ট্রির গসিপ অনুসারে, আল্লু অর্জুনের ভক্তরা সুকুমার পরিচালনার প্রথম লুক ভিডিওতে একটি বিশেষ চমকও আসতে চলেছে৷

advertisement

আরও পড়ুন -  TV Actress Update: সিরিয়াল কাঁপাত টিভি পর্দা , আজ কোথায় ‘এই’ সুন্দরী মেগা সিরিয়ালের অভিনেত্রীরা

'পুষ্পা ২' কবে মুক্তি পাবে?

পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, 'পুষ্পা ২' ২০২৪ সালের জানুয়ারিতে সিনেমা হলে রিলিজ হবে না৷  প্রজেক্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, "সুকুমারের পারফেকশনিজমের কারণে ছবিটির মুক্তি খানিকটা দেরি হবে। পরিচালক শুটিং শেষ করতে তাড়াহুড়ো করতে চান না এবং তাই, নির্মাতারা ২০২৪-র মার্চ-এপ্রিলে 'পুষ্পা 2' মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

'পুষ্পা ২'-এ, আল্লু অর্জুন ছাড়াও, রশ্মিকা মান্দানাকে নায়িকার ভূমিকায় দেখা যাবে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pushpa 2 Teaser: বড় খবর জানা গেল পুষ্পা ২-র অফিসিয়াল টিজার রিলিজের ডেট, রয়েছে চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল