সিনেমার শেষেই বুঝিয়ে দেওয়া হয়েছিল এই ব্লকবাস্টারের সিকুয়াল আসবে৷ পুষ্পা দ্য রাইজ -র পরের পর্ব তৈরির কাজ শুরুও হয়ে গেছে৷ ফ্যানরাও অধীর আগ্রহে পুষ্পা রাজের গল্প জানার জন্য৷
আরও পড়ুন - Famous Sweet: কলকাতার রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা ফেল! কামাল করছে লালুর ম্যাচা সন্দেশ
ভক্তদের অধীর আগ্রহে 'পুষ্পা ২'-এর জন্য। আপাতত এই ছবির প্রথম অফিসিয়াল টিজার রিলিজের তারিখ সামনে এসেছে৷ আল্লু তার জন্মদিন উপলক্ষে ভক্তদের একটি বড় চমক দিতে চলেছেন।
advertisement
আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পাবে 'পুষ্পা 2'-এর টিজার
'পুষ্পা 2'-এর বহু প্রতীক্ষিত অফিসিয়াল টিজার সম্প্রতি অন্ধ্র প্রদেশে শ্যুট করা হয়েছে। মুক্তির তারিখও তারপরেই সামনে এসেছে৷ লেটেস্ট আপডেট অনুযায়ি 'পুষ্পা ২'-এর টিজারটি এই বছরের 8 এপ্রিল আল্লু অর্জুনের ৪১ তম জন্মদিন উপলক্ষ্যে রিলিজ হবে।
পুষ্পা ২-এর অফিসিয়াল টিজারটি বেশ লম্বা হতে চলেছে৷ ৩ মিনিটের একটি কনসেপ্ট ভিডিও থাকবে যার একটি হাই ভোল্টেজ অ্যাকশন সিকোয়েন্স থাকবে। অতি অবশ্যই এই টিজারের লিডিং ম্যান আল্লু অর্জুন। মিডিয়া ইন্ডাস্ট্রির গসিপ অনুসারে, আল্লু অর্জুনের ভক্তরা সুকুমার পরিচালনার প্রথম লুক ভিডিওতে একটি বিশেষ চমকও আসতে চলেছে৷
আরও পড়ুন - TV Actress Update: সিরিয়াল কাঁপাত টিভি পর্দা , আজ কোথায় ‘এই’ সুন্দরী মেগা সিরিয়ালের অভিনেত্রীরা
'পুষ্পা ২' কবে মুক্তি পাবে?
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, 'পুষ্পা ২' ২০২৪ সালের জানুয়ারিতে সিনেমা হলে রিলিজ হবে না৷ প্রজেক্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, "সুকুমারের পারফেকশনিজমের কারণে ছবিটির মুক্তি খানিকটা দেরি হবে। পরিচালক শুটিং শেষ করতে তাড়াহুড়ো করতে চান না এবং তাই, নির্মাতারা ২০২৪-র মার্চ-এপ্রিলে 'পুষ্পা 2' মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’’
'পুষ্পা ২'-এ, আল্লু অর্জুন ছাড়াও, রশ্মিকা মান্দানাকে নায়িকার ভূমিকায় দেখা যাবে ৷