অভিনেত্রীর বাবার ঠিক কী হয়েছে, তা যদিও এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে পূজা এবং তাঁর পরিবারের সদস্যরা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা অভিনেত্রীর লেখা থেকেই স্পষ্ট।
পূজা লিখেছেন, 'ঈশ্বর, এই নিজস্বীটা যেন আমাদের শেষ ছবি না হয়। আমি চাই, আমার বাবা আরও কিছু বছর থাকুক। সে যাতে তার নাতিকে স্কুলে নিয়ে যেতে পারে। আমি তাকে বকলে আমাকে বকে দিতে পারে। তোমাকে নিয়ে আমার কোনও অভিযোগ নেই বাবা। তোমার মতো সাহসী কাউকে দেখিনি। তুমি সারা জীবন আমাকে অনুপ্রেরণা দিয়েছ। তা হলে এখন কেন হার মানছ?'
আরও পড়ুন: বনি যে রাজনৈতিক দলে যোগ দেবে, জানতাম না, খবর পেয়ে ফোন অফ করে কাজে মন দিই: কৌশানী
আরও পড়ুন: ‘বেঁটে বর...!' বিয়ের রেশ না কাটতেই স্বামীকে নিয়ে জঘন্য ট্রোল! কী বললেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়
বাবার উদ্দেশে পূজা লেখেন, 'তুমি আমার চোখের জল সহ্য করতে পারো না। প্লিজ চলে এসো বাবা। আমার চোখের জল মুছিয়ে দাও।'
দীর্ঘ দিন টলিউডে কাজ করেননি পূজা। তবে নেটমাধ্যমে তাঁর জনপ্রিয়তা কিছু কম নয়। সম্প্রতি 'প্রজাপতি'র পার্টিতেও দেখা গিয়েছে তাঁকে।