সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কার এমি অ্যাওয়ার্ড শ্যোয়ের একটি পুরনো ভিডিও। যেখানে ভারতীয় সিনেমা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। প্রথম ২০১৬ সালে এমি অ্যাওয়ার্ডে দেখা যায় প্রিয়াঙ্কাকে। যেখানে শুধুমাত্র রেড কার্পেটে হাঁটেননি অভিনেত্রী টম হিডলস্টনের সঙ্গে একটি পুরস্কারও দিতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: শক্ত চোয়াল, আলিয়া ভাট বলে উঠলেন ‘খেলা হবে’, তৃণমূলের স্লোগান হঠাৎ ঝড় তুলল বি-টাউনে
advertisement
রেড কার্পেটে, প্রিয়াঙ্কাকে কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ায় ভারতীয় চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে দেখা যায় যেখানে তিনি বলেন, “ভারতীয় ছবিতে শুধু স্তন ও নিতম্ব থাকে”
এক রেডডিট প্রোফাইল থেকে শেয়ার করা এই ভিডিওতে ভারতীয় ছবির নাচের দৃশ্য সম্পর্কে বলতে গিয়ে প্রিয়াঙ্কাকে এমনই মন্তব্য করতে শোনা যায়। বারবার একই মন্তব্য করতে করতে বেশ কয়েকটি নাচের স্টেপও দেখান অভিনেত্রী।
আন্তর্জাতিক মহলে ভারতীয় ছবি প্রসঙ্গে প্রিয়াঙ্কার এইরূপ মন্তব্য নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। “ভারতীয় ছবিতে বিভিন্ন সমস্যা থাকলেও আন্তর্জাতিক ক্ষেত্রে এই ধরণের মন্তব্য করা একদমই উচিত হয়নি” এমনই মন্তব্য করেছেন বহু নেটিজেন।
আরও পড়ুন: ‘নতুন পদ রান্না’, সৃজিতের পর কি এপার বাংলার আরও এক পরিচালকের সঙ্গে কাজ চঞ্চলের
“স্পষ্টতই প্রিয়াঙ্কা চোপড়ার ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে কোনও ধারণা নেই যা বলিউডকে অনুপ্রাণিত করেছে। শ্রী দেবী, বৈজয়ন্তীমালা, ঐশ্বর্য রাইকে ভারতনাট্যমে, মাধুরীকে কত্থক শেখানো হয়েছিল, মীনাক্ষী শেশাদ্রীকে ওডিসি এবং কত্থকে অন্যান্য নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয়, এই সমস্ত নাচের ফর্মগুলি “বলিউড নৃত্য” ঘরানায় অবদান রেখেছে তবে অবশ্য প্রিয়াঙ্কাকে ভারত সম্পর্কে শ্বেতাঙ্গদের কাছে এই ধরণের কথাই বলতে হবে” এমন মন্তব্য করে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন আরও এক নেটিজেন।
u/Left_Bee5657 in BollyBlindsNGossip
পুরনো এই ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় চলচিত্র নিয়ে এই ধরনের মন্তব্য একদমই ভাল চোখে দেখেননি ভারতীয় নেটিজেনরা।