Chanchal Chowdhury: 'নতুন পদ রান্না', সৃজিতের পর কি এপার বাংলার আরও এক পরিচালকের সঙ্গে কাজ চঞ্চলের

Last Updated:

'নতুন পদ রান্না', সৃজিতের পর কি এপার বাংলার আরও এক পরিচালকের সঙ্গে কাজ চঞ্চলের

কলকাতা: এক ফ্রেমে ধরা পড়ল ‘কারাগার’ খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী ও ‘দোস্তোজি’ পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। পরিচালকের ইন্সটা পোস্ট দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। তবে কি এবার একসঙ্গে কাজ করতে চলেছেন দু’জন? প্রসূনের আসন্ন ছবিতে কি দেখা যেতে পারে এই জনপ্রিয় অভিনেতাকে? এই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
সোমবার নিজের ইন্সটাগ্রাম থেকে একটি পোস্ট শেয়ার করেন পরিচালক। যাতে তার সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। ছবির ক্যাপশনে লেখা, “এবার তাহলে এক নতুন পদে রান্না করা যাক”। তবে কি এই ছবির মধ্য দিয়েই নতুন কাজের আভাস দিলেন পরিচালক?  এই নিয়েই জোড় গুঞ্জন শুরু হয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।
advertisement
advertisement
পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের ‘দোস্তোজি’ মন কেড়ে নিয়েছিল দেশ বিদেশের দর্শকদের। অন্যদিকে ভারতেও কম জনপ্রিয় নয় ওপার বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘তাগদির’ এর পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নেন এই অভিনেতা। তারপর ‘কারাগার’ ওয়েব সিরিজেও নজর কাড়ে চঞ্চলের অভিনয়। ‘হাওয়া’ দেখতে রীতিমতো লাইন পড়ে গিয়েছিল। সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘পদাতিক’ ছবিতেও মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।
advertisement
advertisement
এবার পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে দেখতেই রীতিমতো উৎসাহের ঝড় উঠেছে সিনেপ্রেমীদের। তবে এ গুঞ্জনে এখনও শীলমোহর দেননি পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। তিনি জানান, ” ইট্স টু আর্লি টু সে, এখন কিছুই বলতে পারছি না। এটা বলতে পারি চঞ্চল চৌধুরী আমার খুবই প্রিয় অভিনেতা। এখন আমরা দুজনেই নিউ ইওর্কে। এক সঙ্গে কাজ হতেও পারে নাও হতে পারে। দেখা যাক… “
advertisement
‘দোস্তোজী’র আকাশ ছোঁয়া সাফল্যের পর। পরিচালকের নতুন ছবি কবে আসবে, সেই নিয়ে উদ্বেগ কম নেই সিনেপ্রেমীদের মধ্যে। তারমধ্যেই ওপার বাংলার জনপ্রিয় অভিনেতার সঙ্গে এক ফ্রেমে ছবি দেখে নতুন কোনও চমকের অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chanchal Chowdhury: 'নতুন পদ রান্না', সৃজিতের পর কি এপার বাংলার আরও এক পরিচালকের সঙ্গে কাজ চঞ্চলের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement