Alia Bhatt: শক্ত চোয়াল, আলিয়া ভাট বলে উঠলেন ‘খেলা হবে’, তৃণমূলের স্লোগান হঠাৎ ঝড় তুলল বি-টাউনে
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
শক্ত চোয়াল, আলিয়া ভাট বলে উঠলেন ‘খেলা হবে’?
বি-টাউনেও ‘খেলা হবে’ স্লোগান? তাও আবার আলিয়া ভাটের মুখে। ভিডিও শেয়ার হতেও শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। কিন্তু অভিনেত্রীর মুখে হঠাৎ এই রাজনৈতিক স্লোগান কেন?
‘গল্লি বয়’ ছবির পর ‘রকি অ্যান্ড রানিকি প্রেম কাহানি’ ছবির হাত ধরে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন রণবীর-আলিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলার। এই ট্রেলারেই আলিয়ার মুখে শোনা গেল তৃণমূলের স্লোগান।
advertisement
advertisement
ছবিতে এক বাঙালি মেয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। করণের এই ছবিতে এক মিষ্টি প্রেমের গল্প দেখা যেতে পারে। ট্রেলার দেখেই ছবির গল্পে পাঞ্জাবি ও বাঙালি পরিবারের মধ্যে সংঘাত হতে পারে বলে মনে করা যাচ্ছে। করণের এই ছবিতে রয়েছে বেশ কিছু ঐতিহ্যপূর্ণ বৈশিষ্ট্য। ৩ মিনিটের ট্রেলার ধরা পড়েছে ‘কভি খুশি কভি গম’ ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি আলভিদা না কেহনা’ ছবির ছোঁয়া। ট্রেলার দেখেই দর্শকদের মনে জেগে উঠেছে সেই পুরোনো ছবির অনুভূতি।
advertisement
Presenting the trailer of #RockyAurRaniKiiPremKahaani – a saga of grand love between two different families!💜
A film by Karan Johar in his 25th anniversary year – at PVR on 28th July.#RRKPK @aapkadharam #JayaBachchan @azmishabana @aliaa08 @RanveerOfficial #KaranJohar… pic.twitter.com/SmBLUbCICe
— P V R C i n e m a s (@_PVRCinemas) July 4, 2023
advertisement
নব্বইয়ের সেরা ছবিগুলোর বেশ কিছু দৃশ্যের সঙ্গে সাদৃশ্য পাওয়া যেতে পারে এই ছবিতে। তার মধ্যে এক বাঙালি মেয়ের মুখে জনপ্রিয় এই ‘খেলা হবে’ স্লোগান রীতিমতো ঝড় তুলে দিয়েছে নেট পাড়ায়। ছবিতে দেখা যাবে টোটা চৌধুরী ও চুর্ণী গঙ্গোপাধ্যায়কেও। সব মিলিয়ে প্রেম, ভালবাসা, লড়াই, হাসি, দুঃখ মেশানো গল্প নিয়ে দর্শদের মন জয় করে নিতে পারে করণের ‘রকি অ্যান্ড রান কি প্রেম কাহানি’।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 2:09 PM IST