TRENDING:

Priyanka Chopra’s Daughter: অবশেষে যুদ্ধজয়, জন্মের ১০০ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল নিক-প্রিয়ঙ্কার মেয়ে, দেখুন প্রথম ছবি

Last Updated:

Priyanka Chopra’s Daughter: প্রিয়ঙ্কা জানিয়েছেন সময়ের আগেই তাঁদের কন্যা ভূমিষ্ঠ হয় বলে ১০০ দিন ধরে তাকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU) বা নিকু-তে রেখে তার চিকিৎসা করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : অবশেষে জন্মের ১০০ দিন পর হাসপাতাল থেকে বাড়িতে ফিরল নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে, মালতী মেরি চোপড়া জোনাস৷ মেয়ের প্রথম ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন দম্পতি৷ ছবিতে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কা পরম স্নেহে ও গভীর মমতায় জড়িয়ে ধরে আছেন তাঁর মেয়েকে৷ নিক ধরে আছেন মেয়ের হাত৷ নবজাতকের মুখ গোপনই রাখা হয়েছে অবশ্য৷ প্রিয়ঙ্কা জানিয়েছেন সময়ের আগেই তাঁদের কন্যা ভূমিষ্ঠ হয় বলে ১০০ দিন ধরে তাকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU) বা নিকু-তে রেখে তার চিকিৎসা করা হয়৷
Priyanka Chopra and Nick Jonas
Priyanka Chopra and Nick Jonas
advertisement

সন্তানকে নিয়ে তাঁদের প্রথম ছবি শেয়ার করে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘‘এই মাদার্স ডে-তে জানাচ্ছি যে গত কয়েক মাসে আমাদের উপর দিয়ে কী ঝড় বয়ে গিয়েছে৷ আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, তার মধ্যে দিয়ে ইতিমধ্যে অনেকেই পাড়ি দিয়েছেন৷ নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ১০০ দিনের বেশি থাকার পর আমাদের ছোট্ট মেয়ে অবশেষে বাড়িতে এল৷’’

advertisement

বলিউড নায়িকা জানাতে ভোলেননি যে গত কয়েক মাস তাঁদের পরিবারের কাছে যথেষ্ট প্রতিবন্ধকতাময় ছিল৷ এখন সন্তান বাড়িতে আসায় সকলে উচ্ছ্বসিত৷ অনুরাগীদের মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘‘সকল মা এবং আমাদের যাঁরা খেয়াল রাখেন, তাঁদেরকে মাদার্স ডে-এর শুভেচ্ছা৷ আমাদের পথ চলাকে তোমরা সহজ করে দিয়েছ৷ তোমাদের সকলকে ধন্যবাদ৷ তোমরা ছাড়া আর কারওর সাহায্যে আমি এটা করতে পারতাম না৷ আমাকে একজন মা বানানোর জন্য তোমাদের ধন্যবাদ৷’’

advertisement

আরও পড়ুন : প্রতি বছর কেন ঘূর্ণিঝড়দের নতুন নামকরণ করা হয়?

ইন্ডাস্ট্রি থেকে প্রিয়ঙ্কার বন্ধুরা অভিনন্দন উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছেন তাঁকে৷ প্রীতি জিন্টা লিখেছেন, ‘‘অবশেষে বাচ্চা বাড়িয়ে আসায় ও কতটা খুশি৷ অভিভাবকত্বের প্রতি মুহূর্ত এবং মা হওয়ার প্রতিটা মাইলফলক উপভোগ করো৷ অনেক ভালবাসা সব সময়ের জন্য৷’’ এছাড়াও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দিয়া মির্জা, রণবীর সিং, সানিয়া মির্জা, সোনম কপূর এবং গওহর খান৷ প্রিয়ঙ্কার বোন পরিণীতি লিখেছেন ‘‘তোমাদের দু’জনকে এভাবে দেখে...গত তিন মাস একই সঙ্গে ছিল কঠিন ও অনুপ্রেরণাদায়ক৷ মিমি দিদি-হাসপাতালে আমি তোমার মধ্যে একজন সৈনিককে দেখেছি৷ এবং ছোট্ট বিডি এরমধ্যেই কত কী শিখিয়ে দিল, এমনকী যা ও নিজেও জানে না৷ এ বার ওকে আদর করার সময়৷’’

advertisement

আরও পড়ুন : আকাশে অশনি সঙ্কেত!‘অশনি’ শব্দের অর্থ কী? আগামী কিছু ঘূর্ণিঝড়ের নাম জানেন?

আরও পড়ুন : সঙ্গমের অভ্যাস হঠাৎ বন্ধ করে দিলে কী কী সমস্যা হয়? জানুন বিশেষজ্ঞের মত

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়ঙ্কা ২০১৮ সালে বিয়ে করেন নিক জোনাসকে৷ এ বছরের গোড়ায় সারোগোসিতে জন্ম হয় দম্পতির প্রথম কন্যাসন্তানের৷ নিক ইনস্টাগ্রামে ঘরনি প্রিয়ঙ্কাকে বলেছেন ‘অবিশ্বাস্য মা’৷ ‘‘প্রিয়তমা, তুমি আমাকে অনুপ্রেরণা দাও৷ স্বচ্ছন্দে ও দৃঢ়ভাবে তুমি পা রেখেছ তোমার নতুন ভূমিকায়৷ এই যাত্রাপথে তোমার সঙ্গে থাকতে পেরে আমি কৃতজ্ঞ৷’’ লিখেছেন নিক৷ বক্তব্যের শেষে মাদার্স ডে-এর শুভেচ্ছা জানিয়ে স্ত্রীকে ভালবাসার কথা ব্যক্ত করতেও ভোলেননি নিক৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra’s Daughter: অবশেষে যুদ্ধজয়, জন্মের ১০০ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল নিক-প্রিয়ঙ্কার মেয়ে, দেখুন প্রথম ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল