Cyclone Asani: আকাশে অশনি সঙ্কেত!‘অশনি’ শব্দের অর্থ কী? আগামী কিছু ঘূর্ণিঝড়ের নাম জানেন?

Last Updated:
Cyclone Asani: অশনিকে ঘিরে কড়া সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্র প্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে৷
1/7
বৈশাখের আকাশে অশনিসঙ্কেত৷ শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি৷ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় গতি বাড়িয়ে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিকে৷ (ফাইল ছবি)
বৈশাখের আকাশে অশনিসঙ্কেত৷ শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি৷ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় গতি বাড়িয়ে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিকে৷ (ফাইল ছবি)
advertisement
2/7
আলিপুর আবহাওয়া দফতরের খবর, অন্ধ্র উপকূলে ১০ মে সন্ধ্যায় পৌঁছনর কথা এই ঝড়ের৷ কোন স্থলপথে এটি প্রবেশ করবে বা ঝড়ের ল্যান্ডফল নিয়ে এখনও স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না৷ তবে পূর্বাভাস, ওড়িশা বা অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল হবে৷
আলিপুর আবহাওয়া দফতরের খবর, অন্ধ্র উপকূলে ১০ মে সন্ধ্যায় পৌঁছনর কথা এই ঝড়ের৷ কোন স্থলপথে এটি প্রবেশ করবে বা ঝড়ের ল্যান্ডফল নিয়ে এখনও স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না৷ তবে পূর্বাভাস, ওড়িশা বা অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল হবে৷
advertisement
3/7
অশনিকে ঘিরে কড়া সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্র প্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে৷ আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে অশনির জেরে ১০ মে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে৷ ১০ থেকে ১২ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টিপাত হলেও ১১ থেকে ১২ মে পর্যন্ত দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে৷
অশনিকে ঘিরে কড়া সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্র প্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে৷ আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে অশনির জেরে ১০ মে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে৷ ১০ থেকে ১২ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টিপাত হলেও ১১ থেকে ১২ মে পর্যন্ত দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে৷
advertisement
4/7
প্রায় প্রতি বছরই মে-জুন মাসে গ্রীষ্মে ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়৷ বা দেখা দেয় ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা৷ এশিয়া মহাদেশের কিছু দেশ প্রতিটি ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে৷ অশনির নাম দিয়েছে শ্রীলঙ্কা৷(ফাইল ছবি)
প্রায় প্রতি বছরই মে-জুন মাসে গ্রীষ্মে ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়৷ বা দেখা দেয় ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা৷ এশিয়া মহাদেশের কিছু দেশ প্রতিটি ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে৷ অশনির নাম দিয়েছে শ্রীলঙ্কা৷(ফাইল ছবি)
advertisement
5/7
সিংহলি ভাষায় ‘অশনি’ শব্দের অর্থ গভীর ক্রোধ৷ সংস্কৃতে ‘অশনি’ শব্দের অর্থ বিদ্যুৎ৷ পরবর্তী কিছু ঘূর্ণিঝড়ের নামও ঠিক করা আছে৷
সিংহলি ভাষায় ‘অশনি’ শব্দের অর্থ গভীর ক্রোধ৷ সংস্কৃতে ‘অশনি’ শব্দের অর্থ বিদ্যুৎ৷ পরবর্তী কিছু ঘূর্ণিঝড়ের নামও ঠিক করা আছে৷
advertisement
6/7
এর পর যে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, তার নাম ‘সিতরং’, দিয়েছে থাইল্যান্ড৷ ভারতের তরফে নামকরণ করা হয়েছে আগামী কিছু ঘূর্ণিঝড়ের সেগুলি হল ‘ঘূর্ণি’, ‘প্রবাহ’ এবং ‘ঝড়’৷ (ফাইল ছবি)
এর পর যে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, তার নাম ‘সিতরং’, দিয়েছে থাইল্যান্ড৷ ভারতের তরফে নামকরণ করা হয়েছে আগামী কিছু ঘূর্ণিঝড়ের সেগুলি হল ‘ঘূর্ণি’, ‘প্রবাহ’ এবং ‘ঝড়’৷ (ফাইল ছবি)
advertisement
7/7
আগামী ঘূর্ণিঝড়ের মধ্যে বাংলাদেশ নাম দিয়েছে ‘বিপর্যয়’, সৌদি আরবের দেওয়া নাম ‘আসিফ’, ইয়মেনের দেওয়া নাম ‘দিকসাম’, ইরান নাম দিয়েছে ‘তুফান’ এবং শ্রীলঙ্কা আর একটি নাম দিয়েছে ‘শক্তি’৷(ফাইল ছবি)
আগামী ঘূর্ণিঝড়ের মধ্যে বাংলাদেশ নাম দিয়েছে ‘বিপর্যয়’, সৌদি আরবের দেওয়া নাম ‘আসিফ’, ইয়মেনের দেওয়া নাম ‘দিকসাম’, ইরান নাম দিয়েছে ‘তুফান’ এবং শ্রীলঙ্কা আর একটি নাম দিয়েছে ‘শক্তি’৷(ফাইল ছবি)
advertisement
advertisement
advertisement