TRENDING:

Pathaan Controversy: ‘শাহরুখ খানকে চিনি না, রাত দু'টোয় ফোন করেছিলেন’, পাঠান নিয়ে বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী

Last Updated:

Pathaan Controversy: সব মিলিয়ে নতুন করে আর বিতর্ক চাইছেন না কিং খানও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: পাঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ তিনি সাংবাদিক বৈঠক করে জানালেন, তাঁর ও শাহরুখ খানের মধ্যে ঠিক কী কথা হয়েছিল৷ পাশাপাশি তিনি বললেন, তিনি শাহরুখ খানকে চেনেন না, তাঁর সময়ের চলচ্চিত্র তারকাদের তিনি চিনতেন, শাহরুখকে তিনি চেনেন না৷
advertisement

প্রথামিক ভাবে ‘পাঠান’ ছবিটি বয়কটের আশঙ্কা তৈরি হলেও কালক্রমে সে ঢেউ কিছুটা থিতু হয়েছে৷ দেশজুড়ে মুক্তির আগে চরম উন্মাদনা তৈরি হয়েছে শাহরুখের নতুন ছবি নিয়ে৷ ইতিমধ্যে অ্যাডভান্স বুকিংয়ের টিকিটও বিক্রি হয়েছে সমান ভাবে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ কোটির কাছাকাছি টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ছবির৷ সব মিলিয়ে নতুন করে আর বিতর্ক চাইছেন না কিং খানও৷

advertisement

আরও পড়ুন, উন্নয়ন ইস্যুকে সামনে রেখেই ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

আরও পড়ুন, ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত

মনে করা হচ্ছে, কিছুটা সেই কারণেই আগেভাগে অসমের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন শাহরুখ খান৷ তাঁর ছবি পাঠান মুক্তি পেতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়ে আশ্বাস প্রার্থনা করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর৷ হিমন্ত বিশ্বশর্মার কথায় অন্তত তেমনই ধারণা করা সম্ভব৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ‘‘আমার সময়ের চলচ্চিত্র তারকাদের আমি চিনতাম৷ আমি শাহরুখ খানকে চিনি না৷ তিনি আমাকে মেসেজ করেছিলেন, এমন নিজের পরিচয় দিয়ে লিখেছিলেন, ‘আমি শাহরুখ খান, আপনার সঙ্গে কথা বলতে চাই৷’ কিন্তু আমার তখন সময় ছিল না৷ পরে রাত দু’টোর সময় আমাদের মধ্যে কথা হয়৷ আমার সঙ্গে ওর কথায় আমি বলি, অসমে কোনওরকম কোনও অশান্তির সম্ভাবনা নেই৷’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan Controversy: ‘শাহরুখ খানকে চিনি না, রাত দু'টোয় ফোন করেছিলেন’, পাঠান নিয়ে বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল