২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। দেশ জুড়ে রমরমিয়ে ব্যবসা করছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলারটি। মাত্র চার দিনেই ভারতে এই ছবির ভাঁড়ারে এসেছে ২০০ কোটি। সারা বিশ্বের ব্যবসার নিরিখে ছবিটির আয় ৪০০ কোটি টাকা। গুঞ্জন, বক্স অফিসে 'পাঠান'-এর যা লাভ হবে, তাতে ভাগ থাকবে স্বয়ং বাদশারও।
আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!
advertisement
আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?
পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে হিন্দি ছবির মধ্যে সবথেকে বেশি ব্যবসা করল ‘পাঠান’। তাও কেবল ৩ দিনে। প্রথম হিন্দি ছবি, যা দেশে এক দিনে ৭০ কোটি টাকা তুলে নিয়েছে। এ ছাড়াও এস এস রাজামৌলির 'বাহুবলী ২', যশের ‘কেজিএফ ২’-এর হিন্দি ডাবড ভার্সনকেও ব্যবসার নিরিখে টেক্কা দিয়েছে 'পাঠান'।
ঝুলিতে একের পর এক ব্যর্থ ছবি। বক্স অফিসে মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। অনেকেই ভেবেছিলেন, বাদশার রাজত্বকাল শেষ। কিন্তু শাহরুখ আরও একবার প্রমাণ করলেন বলিউডের একমাত্র 'কিং' তিনি।
