সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এষা লেখেন,‘‘ সকলের কাছে আমার অনুরোধ আমর অনুরোধ আমার পরিবারকে এই কঠিন সময়ে একান্তে থাকতে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবার দ্রুত সেরে ওঠার জন্য আপনারা প্রার্থনা করছেন।’’
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ধর্মেন্দ্র৷ একাধিকবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা গিয়েছে অভিনেতাকে৷ অক্টোবর মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল৷ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরও আর শেষরক্ষা হল না, শেষমেশ না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা ৷ ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি৷
আরও পড়ুন: জল গরম করার রডে জমেছে পুরু সাদা স্তর! লেবু, নুনের সঙ্গে…৪ উপায়ে কয়েক মিনিটে চকচকে হবে ইমারসন রড
তিনি বলিউডের ‘হি-ম্যান’ হিসেবে পরিচিত৷ অসংখ্য রোমান্টিক ও অ্যাকশন ছবিতে তাঁর অভিনয় আজীবন দর্শকমনে গাঁথা থাকবে। তিনি তাঁর কর্মজীবনে তিনি একজন সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং পদ্মভূষণ পদক পেয়েছেন। তাঁর মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি৷
