এছাড়া, প্রশাসনের নজর রয়েছে ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী ঘোজাডাঙা চেকপোস্ট ও হাকিমপুর সীমান্তে। সেখানে পণ্যবাহী পরিবহণগুলির উপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। একদিকে সীমান্তরক্ষী বাহিনী, অন্যদিকে স্থানীয় থানার পুলিশ যৌথভাবে চালাচ্ছে নাকা চেকিং। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর চলা তল্লাশি অভিযানের পাশাপাশি এদিন সকালেও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মোতায়েন রয়েছে গোয়েন্দা সংস্থার কর্মীরাও।
advertisement
অন্যদিকে, হাসনাবাদ রেল স্টেশনে জিআরপির তল্লাশি অভিযান চালিয়েছে, হাসনাবাদের বনবিবি সেতুতেও চলছে বিশেষ তল্লাশি অভিযান। যাত্রীবাহী ও মালবাহী যানবাহনের পাশাপাশি বাইক আরোহীদেরও থামিয়ে পরীক্ষা করা হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, দেশের রাজধানীতে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত গুরুতর। তাই সীমান্তবর্তী এলাকাগুলিতে কোনওরকম সন্দেহজনক চলাফেরা বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেই চলছে এই বিশেষ অভিযান। লক্ষ্য একটাই — দেশের নিরাপত্তা নিশ্চিত করা ও সীমান্তে শান্তি বজায় রাখা।