North 24 Parganas: দিল্লি বিস্ফোরণের পরই তৎপর পুলিশ-প্রশাসন, বসিরহাটের সীমান্তজুড়ে রাতভর কড়া তল্লাশি অভিযান

Last Updated:

সীমান্তবর্তী এলাকা বসিরহাট জুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান ও নাকা চেকিং। সূত্রের খবর, বসিরহাট পুলিশ মিনাখাঁর বাসন্তী হাইওয়ে, বসিরহাটের ওল্ড সাতক্ষীরা রোড, গুরুত্বপূর্ণ ইছামতি ব্রিজ, বাদুড়িয়া, স্বরূপনগর ও সুন্দরবনের হেমনগর কোস্টাল এলাকায় জোরদার তল্লাশি চালাচ্ছে।

+
তল্লাশি

তল্লাশি অভিযানে পুলিশ

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্লা:  দিল্লির বিস্ফোরণের পর তৎপর বসিরহাট প্রশাসন, সীমান্তজুড়ে কড়া তল্লাশি অভিযান। ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানির ঘটনায় নড়েচড়ে বসেছে গোটা দেশের প্রশাসন। বিস্ফোরণের ঘটনার পর থেকেই সীমান্তবর্তী এলাকা বসিরহাট জুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান ও নাকা চেকিং। সূত্রে খবর, বসিরহাট পুলিশ মিনাখাঁর বাসন্তী হাইওয়ে, বসিরহাটের ওল্ড সাতক্ষীরা রোড, গুরুত্বপূর্ণ ইছামতি ব্রিজ, বাদুড়িয়া, স্বরূপনগর ও সুন্দরবনের হেমনগর কোস্টাল এলাকায় জোরদার তল্লাশি চালাচ্ছে। মোড়ে মোড়ে ছোট-বড় সমস্ত যানবাহন থামিয়ে চলছে কড়া পরীক্ষা। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়া, প্রশাসনের নজর রয়েছে ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী ঘোজাডাঙা চেকপোস্ট ও হাকিমপুর সীমান্তে। সেখানে পণ্যবাহী পরিবহণগুলির উপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। একদিকে সীমান্তরক্ষী বাহিনী, অন্যদিকে স্থানীয় থানার পুলিশ যৌথভাবে চালাচ্ছে নাকা চেকিং। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর চলা তল্লাশি অভিযানের পাশাপাশি এদিন সকালেও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মোতায়েন রয়েছে গোয়েন্দা সংস্থার কর্মীরাও।
advertisement
অন্যদিকে, হাসনাবাদ রেল স্টেশনে জিআরপির তল্লাশি অভিযান চালিয়েছে, হাসনাবাদের বনবিবি সেতুতেও চলছে বিশেষ তল্লাশি অভিযান। যাত্রীবাহী ও মালবাহী যানবাহনের পাশাপাশি বাইক আরোহীদেরও থামিয়ে পরীক্ষা করা হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, দেশের রাজধানীতে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত গুরুতর। তাই সীমান্তবর্তী এলাকাগুলিতে কোনওরকম সন্দেহজনক চলাফেরা বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেই চলছে এই বিশেষ অভিযান। লক্ষ্য একটাই — দেশের নিরাপত্তা নিশ্চিত করা ও সীমান্তে শান্তি বজায় রাখা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas: দিল্লি বিস্ফোরণের পরই তৎপর পুলিশ-প্রশাসন, বসিরহাটের সীমান্তজুড়ে রাতভর কড়া তল্লাশি অভিযান
Next Article
advertisement
West Bengal Weather Update: জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
  • জেলায় জেলায় শীতের আমেজ

  • আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা?

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement