TRENDING:

Ruchismita Guru Death: ফের নায়িকার রহস্যমৃত্যু! আলু পরোটা নিয়ে প্রবল বিবাদ, উদ্ধার ঝুলন্ত দেহ

Last Updated:

Ruchismita Guru Death: ঝুলন্ত অবস্থায় দেহ মিলল তাঁর আত্মীয়ের বাড়ি থেকে। রবিবার বোলানগির জেলায় ঘটেছে এই ঘটনা। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মেলে রুচিস্মিতার দেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুবনেশ্বর: ভোজপুরী নায়িকা আকাঙ্ক্ষা দুবের পর প্রয়াত ওড়িয়া নায়িকা রুচিস্মিতা গুরু। ঝুলন্ত অবস্থায় দেহ মিলল তাঁর আত্মীয়ের বাড়ি থেকে। রবিবার বোলানগির জেলায় ঘটেছে এই ঘটনা। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মেলে রুচিস্মিতার দেহ। ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। চলছে তদন্ত। ঘনাচ্ছে রহস্য। তবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন নায়িকা।
রুচিস্মিতা গুরু
রুচিস্মিতা গুরু
advertisement

সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে রুচিস্মিতার মা জানান, ঘটনার আগে নৈশভোজের সময়ে মা-মেয়ের বিবাদ বেঁধেছিল। আলু পরোটা বানানো নিয়ে মায়ের সঙ্গে তুলকালাম। মায়ের দাবি, রুচিস্মিতা তাঁর মাকে রাত ৮টা নাগাদ আলু পরোটা বানাতে বলেছিলেন। কিন্তু মা বলেছিলেন, রাত ১০টা নাগাদ বানাবেন।

আরও পড়ুন: মৃত্যুর খানিক আগে হোটেল থেকে লাইভে আকাঙ্ক্ষা! ভিডিও দেখে চমকে উঠেছে নেটপাড়া

advertisement

তার পরেই এই কি এই ঘটনা? রুচিস্মিতার মা দাবি করেন, এর আগেও একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন তাঁর মেয়ে। রহস্যজনক এই মৃত্যুর তদন্তে নেমেছে ওড়িশার পুলিশ।

আরও পড়ুন: মৃত্যুর আগে বেলি ডান্সের ভিডিও আকাঙ্ক্ষার! কান্না, নাচ, একের পর এক ভিডিওয়ে রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

রুচিস্মিতা একাধিক গানের ভিডিওয়ে অভিনয় করেছিলেন। তা ছাড়া বিভিন্ন মঞ্চে শো করতে দেখা যেত তাঁকে। অন্যদিকে মাত্র ২৫ বছরেই পথচলা শেষ আকাঙ্ক্ষার। সিনেমার শ্যুটিংয়ে গিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। সেই ঘটনার তদন্ত এখনও চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ruchismita Guru Death: ফের নায়িকার রহস্যমৃত্যু! আলু পরোটা নিয়ে প্রবল বিবাদ, উদ্ধার ঝুলন্ত দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল