সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে রুচিস্মিতার মা জানান, ঘটনার আগে নৈশভোজের সময়ে মা-মেয়ের বিবাদ বেঁধেছিল। আলু পরোটা বানানো নিয়ে মায়ের সঙ্গে তুলকালাম। মায়ের দাবি, রুচিস্মিতা তাঁর মাকে রাত ৮টা নাগাদ আলু পরোটা বানাতে বলেছিলেন। কিন্তু মা বলেছিলেন, রাত ১০টা নাগাদ বানাবেন।
আরও পড়ুন: মৃত্যুর খানিক আগে হোটেল থেকে লাইভে আকাঙ্ক্ষা! ভিডিও দেখে চমকে উঠেছে নেটপাড়া
advertisement
তার পরেই এই কি এই ঘটনা? রুচিস্মিতার মা দাবি করেন, এর আগেও একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন তাঁর মেয়ে। রহস্যজনক এই মৃত্যুর তদন্তে নেমেছে ওড়িশার পুলিশ।
আরও পড়ুন: মৃত্যুর আগে বেলি ডান্সের ভিডিও আকাঙ্ক্ষার! কান্না, নাচ, একের পর এক ভিডিওয়ে রহস্য
রুচিস্মিতা একাধিক গানের ভিডিওয়ে অভিনয় করেছিলেন। তা ছাড়া বিভিন্ন মঞ্চে শো করতে দেখা যেত তাঁকে। অন্যদিকে মাত্র ২৫ বছরেই পথচলা শেষ আকাঙ্ক্ষার। সিনেমার শ্যুটিংয়ে গিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। সেই ঘটনার তদন্ত এখনও চলছে।