TRENDING:

মা হওয়ার পরেও বিপদ কাটল না, মাদক মামলার চার্জশিটে নাম ভারতী ও তাঁর স্বামীর

Last Updated:

জেরার সময় তাঁরা ভারতী-হর্ষ গাঁজা সেবনের কথা স্বীকার করেন। সে দিন রাতেই গ্রেফতার হন তাঁরা। দু'দিন হাজতবাসের পর তাঁরা জামিন পেয়েছিলেন। ম্যাজিস্ট্রেট আদালতে প্রত্যেককেই ১৫ হাজার টাকা করে বন্ড দিতে হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) মাদক মামলা থেকে মুক্তি পেলেন না কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া।
.
.
advertisement

২০২০ সালে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। আপাতত তাঁরা জামিনে ছাড়া পেয়েছেন। দু'বছর আগের মাদক মামলায় এখনও অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে তারকা দম্পতির নাম। এনসিবি জানাল, ২০০ পৃষ্ঠার এই চার্জশিটে নাম রয়েছে ভারতী-হর্ষের, এবং সেটি আদালতে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: ক্রুষ্ণার পর ছাড়লেন চন্দন, অনিয়মিত ভারতী! বন্ধ হয়ে যেতে পারে 'দ্য কপিল শর্মা শো'

advertisement

আরও পড়ুন: সদ্যোজাতর মুখের সামনে হুকোর নল, ভারতীর মাতৃত্ব নিয়ে কটাক্ষ নেটপাড়ায়!

ভারতী-হর্ষ এখন ৬ মাসের পুত্রসন্তানের অভিভাবক। ২০২০ সালের নভেম্বর মাসে ভারতী এবং হর্ষের মুম্বইয়ের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনসিবি। সেখান থেকে ৮৬.৫ গ্রাম মতো গাঁজা উদ্ধার করে তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এরপর ভারতী এবং হর্ষকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দফতরে নিয়ে আসা হয়। জেরার সময় তাঁরা দু'জনেই গাঁজা সেবনের কথা স্বীকার করেন। সে দিন রাতেই গ্রেফতার হন তাঁরা। দু'দিন হাজতবাসের পর তাঁরা জামিন পেয়েছিলেন। ম্যাজিস্ট্রেট আদালতে প্রত্যেককেই ১৫ হাজার টাকা করে বন্ড দিতে হয়েছিল।

বাংলা খবর/ খবর/বিনোদন/
মা হওয়ার পরেও বিপদ কাটল না, মাদক মামলার চার্জশিটে নাম ভারতী ও তাঁর স্বামীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল