#মুম্বই: চলতি মাসেই নিজের সন্তানের মুখ প্রকাশ্যে এনেছেন কমেডিয়ান ভারতী সিং। ছেলেকে ইউটিউব চ্যানেলে নিজেদের ভ্লগে ক্যামেরার সামনে আনেন তারকা দম্পতি ভারতী এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। তাঁদের ছেলেকে কার মতো দেখতে, তা নিয়েও প্রশ্ন রাখেন ভারতী। তিন মাসের একরত্তি প্রাণভরা ভালবাসা পেয়েছে নেটিজেনদের কাছ থেকে। কিন্তু এ বারে তার মায়ের মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা।
চলতি বছর গত ৩ এপ্রিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভারতী সিং। প্রায় তিন মাস পরে ছেলের মুখ প্রকাশ্যে আনেন তিনি। এখন মাঝে মধ্যেই তাঁর ইনস্টাগ্রামে ছেলের ছবি দেখতে পাওয়া যায়। ছেলের ফোটোশ্যুটও করেন তাঁরা।
আরও পড়ুন: ‘কার মতো দেখতে হল বলুন তো?’ প্রথম বার ছেলের মুখ দেখিয়ে অনুরাগীদের কাছে প্রশ্ন ভারতীর
সে রকমই একটি ছবি দেখে রেগে গিয়েছেন ভক্তরা। যেখানে ছেলেকে সাজানো হয়েছে আরব দেসের মানুষের মতো। এবং তার সামনে রাখা একটি হুকো। সদ্যোজাতর মুখের সামনে হুকোর নল।
View this post on Instagram
ব্যাস, ছবিটি পোস্ট হতেই ভারতীর মাতৃত্ব নিয়ে প্রশ্ন করা শুরু হয়েছে। কেউ কটাক্ষ করেছেন, 'এখন থেকেই ছেলেকে নষ্ট করে দেবেন নাকি?' কারও প্রশ্ন, 'বাকি সব ঠিক আছে, কিন্তু এখন হুকো কোন আনন্দে?'
আরও পড়ুন: ম্যাজিক! শরীরচর্চা না করেই ৯১ থেকে ৭৬, ভারতী সিং-এর ফিটনেসের গোপন রহস্য ভাইরাল
প্রসঙ্গত ২০২০ সালের শেষের মাদক মামলায় ভারতী-হর্ষকে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অভিযোগ ছিল, ৮৬.৫ গ্রাম গাঁজা পাওয়া গিয়েছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bharti Singh, Instagram, Viral photo