Bharti Singh’s Son : ‘কার মতো দেখতে হল বলুন তো?’ প্রথম বার ছেলের মুখ দেখিয়ে অনুরাগীদের কাছে প্রশ্ন ভারতীর

Last Updated:

Bharti Singh’s Son :

কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া
কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া
মুম্বই : অবশেষে তাঁদের সদ্যোজাত সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া ৷ তাঁদের সাম্প্রতিকতম ভ্লগে পুত্র লক্ষ্য-কে এনেছেন দম্পতি ৷ সোমবার তাঁদের ইউটিউব চ্যানেলে লক্ষ্য-কে দেখিয়ে নেটিজেনদের তাঁদের জিজ্ঞাসা, কার মতো দেখতে হয়েছে শিশু? বাবার মতো, নাকি মায়ের মতো? ভিডিও-র ক্যাপশনে তাঁরা লেখেন, ‘‘অবশেষে গোলা এল এখানে৷ অপেক্ষার অবসান ৷ শেষ অবধি গোলা চলেই এল আপনাদের সামনে ৷ লক্ষ্যকে আপনাদের আশীর্বাদ ও ভালবাসা অবশ্যই দেবেন৷’’
ভিডিওর প্রথমে দেখা যাচ্ছে ভারতী তাঁর ছেলের ঘরে নিয়ে যাচ্ছেন ভক্তদের ৷ শিশুর বিছানা থেকে খেলনা-সব দেখিয়েছেন তিনি ৷ পরে ছেলেকে ক্যামেরার সামনে আনেন তারকা দম্পতি ৷ তাঁরা কেক কেটে সন্তানের তিন মাসের জন্মদিনও পালন করেন ৷ ভারতী বলেন তিনি নিশ্চিত লক্ষ্য ‘মাম্মাজ বয়’-ই হবেন ৷
advertisement
advertisement
ভারতী ও হর্ষের ছেলে লক্ষ্যকে দেখে আপ্লুত অনুরাগীরা ৷ এক অনুরাগী লিখেছেন পৃথিবীর সেরা বাবা মাকে পেয়েছে লক্ষ্য ৷ আর এক জনের মন্তব্য, শিশুর দুষ্টু দুষ্টু চোখদু’টো তার বাবার মতো ৷ বাকিটা অবশ্য সে দেখতে মায়ের মতোই৷ বলছেন ভারতীর ভক্তরা ৷ ছোট্ট গোলা ওরফে লক্ষ্যকে অকুণ্ঠ ভালবাসা জানিয়েছেন নেটিজেনরা ৷
advertisement
আরও পড়ুন :  হ্রস্ব লাল পোশাকে উদ্ভাসিত রূপযৌবন, খোলামেলা ছবিতে হুমা কুরেশি
এ বছর এপ্রিলে তাঁদের সন্তানের ছবি প্রথম বার সমাজ মাধ্যমে শেয়ার করেছিলেন ভারতী ৷ তবে সে বার সন্তানের মুখের অবয়ব আড়ালেই রেখেছিলেন তিনি ৷ সে মাসেই পুত্রসন্তানের জন্ম দেন ভারতী ৷ নবজাতককে পরম স্নেহে সাদা তোয়ালে দিয়ে ঢেকে জড়িয়ে রেখেছিলেন তিনি ৷ চোখ বন্ধ ভারতীকে দেখে বোঝা যাচ্ছিল তিনি মাতৃ্ত্বের আবেশে ও আনন্দে বুঁদ ৷ সে ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন ‘জীবনরেখা’৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bharti Singh’s Son : ‘কার মতো দেখতে হল বলুন তো?’ প্রথম বার ছেলের মুখ দেখিয়ে অনুরাগীদের কাছে প্রশ্ন ভারতীর
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement