ক্রুষ্ণার পর ছাড়লেন চন্দন, অনিয়মিত ভারতী! বন্ধ হয়ে যেতে পারে 'দ্য কপিল শর্মা শো'

Last Updated:
একের পর এক অভিনেতা কপিল শর্মার শো থেকে সরে যাচ্ছেন। ফলে শো নিয়ে আশঙ্কায় নির্মাতারা।
1/7
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো। কপিল শর্মার হাসির রসে ডুবে থাকা 'দ্য কপিল শর্মা শো' আট থেকে আশির মনের ব্যথা দূর করার ওষুধ। দু'দিন বাদেই ফের এই শো-এর নতুন সিজন আসতে চলেছে। কিন্তু তার আগেই খারাপ খবর।
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো। কপিল শর্মার হাসির রসে ডুবে থাকা 'দ্য কপিল শর্মা শো' আট থেকে আশির মনের ব্যথা দূর করার ওষুধ। দু'দিন বাদেই ফের এই শো-এর নতুন সিজন আসতে চলেছে। কিন্তু তার আগেই খারাপ খবর।
advertisement
2/7
বলিউড সূত্রে খবর, একের পর এক অভিনেতা কপিল শর্মার শো থেকে সরে যাচ্ছেন। ফলে শো নিয়ে আশঙ্কায় নির্মাতারা।
বলিউড সূত্রে খবর, একের পর এক অভিনেতা কপিল শর্মার শো থেকে সরে যাচ্ছেন। ফলে শো নিয়ে আশঙ্কায় নির্মাতারা।
advertisement
3/7
কপিলের শোয়ের নতুন সিজনে দেখা যাবে না 'চান্দু চায়েওয়ালা'কেও। ছোট বিরতির জন্য এই শোয়ে থাকবেন না বলে জানিয়েছেন চান্দুর চরিত্রাভিনেতা চন্দন প্রভাকর।
কপিলের শোয়ের নতুন সিজনে দেখা যাবে না 'চান্দু চায়েওয়ালা'কেও। ছোট বিরতির জন্য এই শোয়ে থাকবেন না বলে জানিয়েছেন চান্দুর চরিত্রাভিনেতা চন্দন প্রভাকর।
advertisement
4/7
একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'দ্য কপিল শর্মা শোয়ের এই সিজনে থাকছি না। কোনও বিশেষ কারণ নেই। শুধু মাত্র বিরতি নিতে চেয়েছিলাম বলে থাকছি না।' প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় কপিল শর্মার শোয়ের ট্যুরেও দেখা যায়নি চন্দনকে।'
একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'দ্য কপিল শর্মা শোয়ের এই সিজনে থাকছি না। কোনও বিশেষ কারণ নেই। শুধু মাত্র বিরতি নিতে চেয়েছিলাম বলে থাকছি না।' প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় কপিল শর্মার শোয়ের ট্যুরেও দেখা যায়নি চন্দনকে।'
advertisement
5/7
চন্দনের আগেই শো থেকে সরে গিয়েছেন ক্রুষ্ণা অভিষেক। বেতন ও শো-এর চুক্তিভিত্তিক কিছু সমস্যার কারণেই ক্রুষ্ণা কপিল শর্মা শো ছেড়েছেন বলে খবর।
চন্দনের আগেই শো থেকে সরে গিয়েছেন ক্রুষ্ণা অভিষেক। বেতন ও শো-এর চুক্তিভিত্তিক কিছু সমস্যার কারণেই ক্রুষ্ণা কপিল শর্মা শো ছেড়েছেন বলে খবর।
advertisement
6/7
কপিলের শোয়ের নতুন সিজনে নিয়মিত দেখা যাবে না 'কমেডি কুইন' ভারতী সিংকেও। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমি একটা ছোট বিরতিতে আছি। সেই সঙ্গে সারেগামাপা করছি। এমনটা নয় যে, দ্য কপিল শর্মা শো করব না। নিয়মিত থাকতে পারব না।'
কপিলের শোয়ের নতুন সিজনে নিয়মিত দেখা যাবে না 'কমেডি কুইন' ভারতী সিংকেও। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমি একটা ছোট বিরতিতে আছি। সেই সঙ্গে সারেগামাপা করছি। এমনটা নয় যে, দ্য কপিল শর্মা শো করব না। নিয়মিত থাকতে পারব না।'
advertisement
7/7
কিছুদিন আগেই 'দ্য কপিল শর্মা শো' ছাড়ার কারণ নিয়ে মুখ খোলেন আলি আসগর। এক সাক্ষাৎকারে আলি আসগর জানান যে, 'দ্য কপিল শর্মা শো'-এ তাঁর অভিনীত চরিত্রটির কোনও উন্নতি ছিল না। এবং সেই কারণেই তিনি কাজটিকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি বলেন, 'কাজের দিক থেকে আমি সন্তুষ্ট ছিলাম না। আমার নানি চরিত্রর কোনও বৃদ্ধি হচ্ছিল না।' ফলে সব মিলিয়ে দর্শকমহলে আশঙ্কা, তবে কি বন্ধই হয়ে যাবে 'দ্য কপিল শর্মা শো'? যদিও ১০ সেপ্টেম্বর থেকে নতুন সিজন শুরুর কথা রয়েছে। বাকি উত্তর সময়ের অপেক্ষা।
কিছুদিন আগেই 'দ্য কপিল শর্মা শো' ছাড়ার কারণ নিয়ে মুখ খোলেন আলি আসগর। এক সাক্ষাৎকারে আলি আসগর জানান যে, 'দ্য কপিল শর্মা শো'-এ তাঁর অভিনীত চরিত্রটির কোনও উন্নতি ছিল না। এবং সেই কারণেই তিনি কাজটিকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি বলেন, 'কাজের দিক থেকে আমি সন্তুষ্ট ছিলাম না। আমার নানি চরিত্রর কোনও বৃদ্ধি হচ্ছিল না।' ফলে সব মিলিয়ে দর্শকমহলে আশঙ্কা, তবে কি বন্ধই হয়ে যাবে 'দ্য কপিল শর্মা শো'? যদিও ১০ সেপ্টেম্বর থেকে নতুন সিজন শুরুর কথা রয়েছে। বাকি উত্তর সময়ের অপেক্ষা।
advertisement
advertisement
advertisement