আসলে গত বৃহস্পতিবার একটি রহস্যজনক ইঙ্গিতপূর্ণ নোট শেয়ার করেছিলেন নয়নতারা। জানিয়েছিলেন, “তিনি হারিয়ে গিয়েছেন।” যা দেখে অনেকেই ভেবেছিলেন যে, হয়ত নয়নতারার দাম্পত্য জীবনে তাল কেটেছে। এমনকী তাঁর আর বিঘ্নেশের মাঝে কিছুই ঠিক নেই। তবে সেই সব গুঞ্জনের মাঝে পারিবারিক মুহূর্তের একটি ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
ছবিটিতে দেখা যাচ্ছে, সপরিবার বিমানে চেপেছেন নয়নতারা। পরিবার নিয়ে ছুটি কাটাতে জেড্ডাহ পাড়ি দিয়েছেন তিনি। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বিমানে এক পুত্রকে কোলে নিয়ে নিজের মিষ্টি হাসি ছড়িয়ে দিচ্ছেন নয়নতারা। আর তাঁর পাশেই হাসিমুখে বসে রয়েছেন স্বামী বিঘ্নেশ। তাঁর কোলে দম্পতির আর এক পুত্রসন্তান। ছবির সঙ্গে ক্যাপশনে জওয়ান অভিনেত্রী লিখেছেন- বহু সময় পর আমার ছেলেদের সঙ্গে ভ্রমণ। নয়নতারা এবং বিঘ্নেশের হাসিমুখের ছবি দেখে দূর হয়েছে ভক্তদের দুশ্চিন্তা।
advertisement
আরও পড়ুন: তাঁর জন্যই খুলে যায় সলমনের ভাগ্য! বলিউডে একঘরে, মাত্র ৫০-এই শেষ সুদর্শন অভিনেতা
আরও পড়ুন: ১৯ বছরে ৪৬ ছবি! সাহসী দৃশ্যে বাজিমাত! ছবির ছোট্ট মেয়েটি নামী নায়িকা, বলুন তো কে
ওই তারকা-দম্পতির বিচ্ছেদের গুঞ্জন তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য সংবাদমাধ্যমের কাছে একটি সূত্র দাবি করেছিল যে, নয়নতারা আর বিঘ্নেশ মোটেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না। তাঁদের সম্পর্ক আরও মজবুত হচ্ছে। আর যমজ পুত্র উয়ির এবং উলাগামের সঙ্গে প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন। আসলে দুই সন্তানই নানা ভাবে এই দম্পতিকে কাছাকাছি আনছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ৯ জুন সাতপাকে বাঁধা পড়েছিলেন নয়নতারা এবং বিঘ্নেশ শিবন। চেন্নাইয়ের বাইরে মহাবলীপুরমে বসেছিল ওই তারকা জুটির বিয়ের আসর। সুপারস্টার রজনীকান্ত, অজিত কুমার, বিজয় সেতুপতি সামিল হয়েছিলেন ওই বিয়ের অনুষ্ঠানে। এমনকী বিঘ্নেশ-নয়নতারার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। ২০২২ সালের অক্টোবর মাসেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন নয়নতারা-বিঘ্নেশ।