Bollywood Actor: তাঁর জন্যই খুলে যায় সলমনের ভাগ্য! বলিউডে একঘরে, মাত্র ৫০-এই শেষ সুদর্শন অভিনেতা

Last Updated:
Bollywood Actor: রানি মুখোপাধ্যায়ের সঙ্গে 'মেহন্দি' ছবিতে অভিনয় করেছিলেন। নেতিবাচক চরিত্রে কেড়েছিলেন নজর। 'ফরেব' ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। দীর্ঘ কেরিয়ারে মাত্র সাতটি ছবিতে অভিনয় করেছিলেন।
1/7
সুদর্শন, ভাল অভিনয়, শারীরিক গঠনও নায়কের মতো। তবু যেন কাঙ্ক্ষিত সাফল্য পেলেন না তিনি। তাঁর বাবা ইউসুফ খানও ছিলেন বড় মাপের অভিনেতা। অমিতাভ বচ্চন থেকে ধর্মেন্দ্র, সকলের সঙ্গেই করেছিলেন কাজ। কিন্তু এ হেন অভিনেতার পুত্রই যথাযথ স্থান পেলেন না বলিউডে।
সুদর্শন, ভাল অভিনয়, শারীরিক গঠনও নায়কের মতো। তবু যেন কাঙ্ক্ষিত সাফল্য পেলেন না তিনি। তাঁর বাবা ইউসুফ খানও ছিলেন বড় মাপের অভিনেতা। অমিতাভ বচ্চন থেকে ধর্মেন্দ্র, সকলের সঙ্গেই করেছিলেন কাজ। কিন্তু এ হেন অভিনেতার পুত্রই যথাযথ স্থান পেলেন না বলিউডে।
advertisement
2/7
রানি মুখোপাধ্যায়ের সঙ্গে 'মেহন্দি' ছবিতে অভিনয় করেছিলেন। নেতিবাচক চরিত্রে কেড়েছিলেন নজর। 'ফরেব' ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। দীর্ঘ কেরিয়ারে মাত্র সাতটি ছবিতে অভিনয় করেছিলেন।
রানি মুখোপাধ্যায়ের সঙ্গে 'মেহন্দি' ছবিতে অভিনয় করেছিলেন। নেতিবাচক চরিত্রে কেড়েছিলেন নজর। 'ফরেব' ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। দীর্ঘ কেরিয়ারে মাত্র সাতটি ছবিতে অভিনয় করেছিলেন।
advertisement
3/7
প্রথম ছবি দিয়েই ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। এই ছবির পর ফারাজ খানকে 'পৃথ্বী' এবং তারপর 'মেহেন্দি' ছবিতে দেখা যায় তাঁকে। কিন্তু কোনও ছবিই বিশেষ সাফল্য এনে দিতে পারেনি তাঁকে।
প্রথম ছবি দিয়েই ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। এই ছবির পর ফারাজ খানকে 'পৃথ্বী' এবং তারপর 'মেহেন্দি' ছবিতে দেখা যায় তাঁকে। কিন্তু কোনও ছবিই বিশেষ সাফল্য এনে দিতে পারেনি তাঁকে।
advertisement
4/7
সুরাজ বরজাতিয়ার ছবি 'ম্যায়নে প্যার কিয়া' ছবিতে মুখ্য চরিত্রে ফারাজের অভিনয় করার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই ছবিটি করতে পারেননি। তখন নায়ক হওয়ার প্রস্তাব যায় সলমন খানের ঝুলিতে। সেই ছবিই বলিউডে তাঁকে সাফল্য এনে দেয়।
সুরাজ বরজাতিয়ার ছবি 'ম্যায়নে প্যার কিয়া' ছবিতে মুখ্য চরিত্রে ফারাজের অভিনয় করার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই ছবিটি করতে পারেননি। তখন নায়ক হওয়ার প্রস্তাব যায় সলমন খানের ঝুলিতে। সেই ছবিই বলিউডে তাঁকে সাফল্য এনে দেয়।
advertisement
5/7
ফারাজ খানের বাবাও নেতিবাচক চরিত্রের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছিলেন। তার ভাই ফাহমান খান টিভির পরিচিত মুখ।
ফারাজ খানের বাবাও নেতিবাচক চরিত্রের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছিলেন। তার ভাই ফাহমান খান টিভির পরিচিত মুখ।
advertisement
6/7
বহু বছর আলোকবৃত্ত থেকে দূরে ছিলেন ফারাজ।  ২০২০ সালে বুকে সংক্রমনের কারণে মাত্র ৫০ বছর বসয়েই প্রয়াত হন অভিনেতা।
বহু বছর আলোকবৃত্ত থেকে দূরে ছিলেন ফারাজ। ২০২০ সালে বুকে সংক্রমনের কারণে মাত্র ৫০ বছর বসয়েই প্রয়াত হন অভিনেতা।
advertisement
7/7
advertisement
advertisement
advertisement