Bollywood Actress: ১৯ বছরে ৪৬ ছবি! সাহসী দৃশ্যে বাজিমাত! ছবির ছোট্ট মেয়েটি নামী নায়িকা, বলুন তো কে

Last Updated:
Bollywood Actress: ছবির ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? তিনি বর্তমানে ৩৮ বছর বয়সী এক অভিনেত্রী। তামিল, মারাঠি, মালায়ালাম, তেলেগু, বাংলা ও ইংরেজি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কাজ করেছেন হিন্দি ছবিতেও।
1/6
ছবির ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন?  তিনি বর্তমানে ৩৮ বছর বয়সী এক অভিনেত্রী। তামিল, মারাঠি, মালায়ালাম, তেলেগু, বাংলা ও ইংরেজি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কাজ করেছেন হিন্দি ছবিতেও। তিনি ১৯ বছরে ৪৬টি ছবিতে কাজ করেন। ওটিটি প্ল্যাটফর্মেও রাজত্ব চালান তিনি।
ছবির ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? তিনি বর্তমানে ৩৮ বছর বয়সী এক অভিনেত্রী। তামিল, মারাঠি, মালায়ালাম, তেলেগু, বাংলা ও ইংরেজি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কাজ করেছেন হিন্দি ছবিতেও। তিনি ১৯ বছরে ৪৬টি ছবিতে কাজ করেন। ওটিটি প্ল্যাটফর্মেও রাজত্ব চালান তিনি।
advertisement
2/6
বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় শিল্পীকে লোকেরা 'ওটিটি কুইন' এবং 'নেটফ্লিক্স ফেভারিট গার্ল' বলে নাম দিয়েছে৷ চিনতে পারছেন কি কে এই অভিনেত্রী?
বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় শিল্পীকে লোকেরা 'ওটিটি কুইন' এবং 'নেটফ্লিক্স ফেভারিট গার্ল' বলে নাম দিয়েছে৷ চিনতে পারছেন কি কে এই অভিনেত্রী?
advertisement
3/6
তিনি রাধিকা আপ্তে। ওটিটি প্ল্যাটফর্ম তাঁর প্রতিভার আলাদা পরিচয় দিয়েছে। বিশেষত,নেটফ্লিক্সে তাঁর এতগুলি ছবি এবং ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে যে, তিনি নেটফ্লিক্সের প্রিয় অভিনেত্রীর খেতাব পেয়েছেন।যখনই রাধিকাকে কোনও ওয়েব সিরিজ বা ছবির পোস্টারে দেখা যায়, ভক্তরা বুঝতে পারেন যে সেই গল্পটি ভাল হতে চলেছে।
তিনি রাধিকা আপ্তে। ওটিটি প্ল্যাটফর্ম তাঁর প্রতিভার আলাদা পরিচয় দিয়েছে। বিশেষত,নেটফ্লিক্সে তাঁর এতগুলি ছবি এবং ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে যে, তিনি নেটফ্লিক্সের প্রিয় অভিনেত্রীর খেতাব পেয়েছেন।যখনই রাধিকাকে কোনও ওয়েব সিরিজ বা ছবির পোস্টারে দেখা যায়, ভক্তরা বুঝতে পারেন যে সেই গল্পটি ভাল হতে চলেছে।
advertisement
4/6
প্রায় পাঁচ বছর ধরে ওটিটি স্পেসে রাজত্ব চালানো রাধিকা বিভিন্ন ঘরানার সিরিজে কাজ করেছেন। রাধিকা ছবি এবং ওয়েব সিরিজে সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এমনকি সাহসিকতার বিষয়েও রাধিকা কখনও পিছপা হননি।
প্রায় পাঁচ বছর ধরে ওটিটি স্পেসে রাজত্ব চালানো রাধিকা বিভিন্ন ঘরানার সিরিজে কাজ করেছেন। রাধিকা ছবি এবং ওয়েব সিরিজে সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এমনকি সাহসিকতার বিষয়েও রাধিকা কখনও পিছপা হননি।
advertisement
5/6
সেক্রেড গেমস, ঘুউল, রাত আকেলি হ্যায়, অন্ধাধুন-এর মতো ছবি এবং সিরিজে অভিনয় করেন রাধিকা। তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের নজর কাড়ে।
সেক্রেড গেমস, ঘুউল, রাত আকেলি হ্যায়, অন্ধাধুন-এর মতো ছবি এবং সিরিজে অভিনয় করেন রাধিকা। তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের নজর কাড়ে।
advertisement
6/6
বলিউডের বলিষ্ঠ অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। কাজ ছাড়া আলোকবৃ্ত্ত থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন তিনি।
বলিউডের বলিষ্ঠ অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। কাজ ছাড়া আলোকবৃ্ত্ত থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন তিনি।
advertisement
advertisement
advertisement