আরও পড়ুন: ৬৭ বছরের টুটুলের পরিচালনায় মা সারদা বড় পর্দায়, মুখ্য চরিত্রে কি আবারও সন্দিপ্তা?
'বারো মাসে তেরো পার্বন' এই ট্যাগলাইনে 'স্টার মঞ্চ' প্রতি উৎসবে একটি করে নতুন গান প্রকাশ করবে। এই অ্যাপের আগের গানগুলির মধ্যে উল্লেযোগ্য, 'পয়লা সবার থাক', 'সন্ধ্যাপাখি' এবং 'ষষ্ঠী মেড ইন হেভেন'। গানগুলি ইতিমধ্যেই শ্রোতাদের মধ্য়ে জনপ্রিয় হয়ে উঠেছে।
advertisement
আরও পড়ুন: ছেলে উজান নায়ক, পরিচালনায় বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়! 'লক্ষ্মী ছেলে'-র মুক্তি কবে?
'স্টার মঞ্চ'-এর সিইও রণদীপ ভট্টাচার্যের কথায়, ''যে ট্যাগলাইনটি আমরা ব্যবহার করেছি, 'বারো মাসে তেরো পার্বন', এটি শুধু মাত্র বাংলা সংস্কৃতির কথা বলে না। এই চারটি শব্দ মানুষের মনের বড় কাছের। আজ পর্যন্ত রথের জন্য সে রকম কোনও গান তৈরি হয়নি। তাই এই মঞ্চ এই আনন্দ উৎসবের জন্য এত সুন্দর একটি গান উপহার দিয়েছে। আমরা এই গানের উপর ভিত্তি করে কিছু ডিজিটাল কনটেন্ট তৈরির প্রতিযোগিতার পরিকল্পনাও করেছি। আরও বেশ কিছু প্রকল্পের অপেক্ষায় রয়েছি আমরা।''