আরও পড়ুন- পোশাক কোথায়? সারা গায়ে নিজেরই ছবি আটকে ফের ভাইরাল উরফি জাভেদ!
ইনস্টাগ্রামে একজন অনুরাগীর শেয়ার করা একটি ভিডিওতে (Nawazuddin Siddiqui in Local Train) দেখা গিয়েছে, একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন নওয়াজউদ্দিন এবং পরে একটি লোকাল ট্রেনে উঠতেও দেখা যায় তাঁকে। সূত্রের খবর, অভিনেতা পরে জানিয়েছেন, মুম্বইয়ের ট্র্যাফিক জ্যামে আটকে পড়া থেকে বাঁচতে লোকাল ট্রেনে চেপে যাতায়াত করার কথা ভেবেছিলেন তিনি। একটি সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময়ে পৌঁছতে হত তাকে, দেরি করতে চাননি। এই ভিডিওতে অবশ্য নওয়াজউদ্দিনকে (Nawazuddin Siddiqui in Local Train) চেনা দায়। কেউ না বলে দিলে ভিড়ের মাঝে অভিনেতাকে লক্ষ্য করা কঠিন।
advertisement
যাতে ভিড়ের মাঝে কেউ না চিনতে পারে তাই নানাভাবে মুখ ঢেকে লুকিয়েই থাকতে দেখা গিয়েছে নওয়াজউদ্দিনকে। লাল টি-শার্ট আর কালো ট্র্যাক প্যান্ট পরণে নওয়াজের (Nawazuddin Siddiqui in Local Train) মুখ সাদা মাস্ক, কালো সানগ্লাস এবং কপালের চারপাশে এক টুকরো কাপড় দিয়ে ঢাকা ছিল। ভিডিওটি পোস্ট করার সময় ওই অনুরাগী ক্যাপশনে লিখেছেন, “মুম্বই লোকাল ট্রেনে নওয়াজউদ্দিন সিদ্দিকী আমার ঠিক উল্টোদিকেই বসে রয়েছেন।”
আরও পড়ুন- বাস্তব ঘটনা নিয়ে সিনেমা করলেও পরিচালকদের নিজস্ব মতামত জুড়তে পারেই: নওয়াজউদ্দিন
নওয়াজউদ্দিন সিদ্দিকীর ট্রেন সফরের ভিডিওটি দেখুন:
আপলোড হওয়ার পর থেকেই ভাইরাল এই ভিডিওটি (Nawazuddin Siddiqui’s video)। যেভাবে নিজের পরিচয় লুকনোর চেষ্টা করেছেন নওয়াজউদ্দিন তাতে বিস্মিত হয়েছেন অনেকেই। এত ভালোভাবে মুখ লুকানোর পরেও কীভাবে এই অনুরাগী তাঁকে চিনে (Nawazuddin Siddiqui in Local Train) ফেললেন তা ভেবেও অবাক হয়েছেন অনেকে। একজন ভিডিওটির কমেন্টে লিখেছেন, “আপনি কীভাবে তাঁকে চিনতে পারলেন?” অন্য একজন মন্তব্য করেছেন, “আপনি খুব ভাগ্যবান ভাই।” নওয়াজউদ্দিনের বিনয়ের প্রশংসা করে তৃতীয় একজন লিখেছেন, “সারল্যে সেরা।”