কিন্তু সম্প্রতি বেশ কিছু দিন সময় ধরেই নেটদুনিয়ায় সিরিজ ঘিরে অসন্তোষ প্রকাশ করছিলেন নওয়াজুদ্দিন৷ একের পর এক সিরিজে অভিনয় করার পরও তারকার অভিযোগ, ওটিটি-র বিষয়বস্তু তরলীকৃত হচ্ছে৷ এ বার তিনি জানিয়েই দিলেন, আর ওয়েবসিরিজে অভিনয় করবেন না তিনি৷
আরও পড়ুন : নজির স্থাপন প্রয়াত তারকা পুনীত রাজকুমারের, তাঁর দান করা চোখে আলো জ্বলবে কারওর অন্ধকার দৃষ্টিতে
advertisement
নওয়াজুদ্দিন জানিয়েছেন, ‘‘ওটিটি মঞ্চ বাতিল শো-এর ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়িয়েছে৷ হয় আমাদের এমন শো দেখতে হয়, যা দেখার যোগ্য নয়৷ নতুবা এমন সিক্যুয়েল, যেখানে নতুন করে কিছু বলার নেই৷ যখন আমি নেটফ্লিক্সে সেক্রেড গেমস করেছিলাম, তখন ডিজিটাল মাধ্যম নিয়ে একটা উৎসাহ এবং চ্যালেঞ্জ ছিল আমার মধ্যে৷ নতুন প্রতিভাকে সুযোগ দেওয়া হচ্ছিল৷ এখন সেই তরতাজা ভাবটা চলে গিয়েছে৷ এখন এটা তথাকথিত তারকা এবং বড় প্রোডাকশন হাউসের চক্র হয়ে দাঁড়িয়েছে৷’’
আরও পড়ুন : মাত্র ৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তারকা অভিনেতা পুনীত রাজকুমার!
অভিনেতা মনে করেন, প্রযোজকরা অফুরন্ত কনটেন্ট তৈরির জন্য মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন৷ কিন্তু সংখ্যার কাছে গুণমান হার মেনেছে বলে মনে করেন তিনি৷ তাঁর স্পষ্ট কথা, ‘‘যখন আমি ওগুলো দেখতেই পারছি না, তখন সেখানে অভিনয়ই বা করব কী করে?’’
আরও পড়ুন : দাদা-র জামিন, বোন Suhana Khan লিখলেন তিনটি মাত্র শব্দ! Viral
পাশাপাশি, নওয়াজুদ্দিনের আগামীতে অভিনয় করার কথা কঙ্গনা রানাউতের প্রযোজনা সংস্থার ডার্ক কমেডি ‘টিকু অ্যান্ড শেরু’-তে ৷