TRENDING:

ফ্যাশনের ছোঁয়া? চার নারীকে নিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডের গল্প বলবে 'তাসবীর', কেন্দ্রে মুমতাজ

Last Updated:

পরিচালনায় অনির্বাণ বসু রায়। পার্থ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় 'মুক্তি প্রাইম' প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। শহরে অনুষ্ঠানিক ভাবে 'তাসবীর'-এর এর ট্রেলার লঞ্চ হল সম্প্রতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চারজন নারী চরিত্রকে নিয়ে এবার নতুন সিরিজ 'তাসবীর'। গ্ল্যামার ওয়ার্ল্ডের গল্প বলবে এই ছবি। পরিচালনায় অনির্বাণ বসু রায়। পার্থ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় 'মুক্তি প্রাইম' প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। শহরে অনুষ্ঠানিক ভাবে 'তাসবীর'-এর এর ট্রেলার লঞ্চ হল সম্প্রতি।
advertisement

না, ফ্যাশন দুনিয়া মানেই মধুর ভান্ডারকারের 'ফ্যাশন' ছবির ছোঁয়া থাকবে, তা নয়। একেবারে নতুন এক গল্প, গ্ল্যামার দুনিয়ার গল্পে থ্রিলারের ছোঁয়া দেখা যাবে এই সিরিজে।

আরও পড়ুন: পর্দায় আবীর-ঋতুপর্ণার গাঢ় প্রেম! কীসের আখ্যান শোনাবে অরিন্দম শীলের 'মায়াকুমারী'

মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মুমতাজ সরকার। একজন লেডি ফটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে তাঁকে। গ্ল্যামার দুনিয়ায় তাসবীর তাঁর মডেলরা। গ্ল্যামার ওয়ার্ল্ড বরাবর আকর্ষণীয় আর গল্প এখন থেকেই শুরু। শহরের নামী মডেল ফটোগ্রাফার অ্যানি আর তার পারদর্শী সহকর্মী তিস্তা। অ্যানির ফটোগ্রাফি এতটাই বিখ্যাত শহরে প্রায় শহরের সবাই অ্যানির সঙ্গে কাজ করতে চায়।

advertisement

সেরকমই একজন উঠতি মডেল গুঞ্জন, সেও একদিন বিখ্যাত ফটোগ্রাফার অ্যানির স্টুডিওতে এসে হাজির হয়। কিন্তু হঠাৎ এক রকম কাকতালীয়ভাবেই সে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। সারা শহরে ছড়িয়ে যায় আলোড়ন। এই ঘটনাচক্রের মধ্যেই একদিন অ্যানির স্টুডিওতে এসে হাজির হয় সেলস গার্ল। সে কি অ্যানির নজর কেড়ে হতে পারবে একজন মডেল? না সেও গুঞ্জনের মতো হয়ে যাবে নিখোঁজ? গুঞ্জনই বা আছে কোথায়? কী হল তার সঙ্গে এমন! এই নিয়েই 'তাসবীর'।

advertisement

আরও পড়ুন: কাপড়ের ট্রাঙ্ক থেকে বেরল মহিলার পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য

আরও পড়ুন: আলিপুরদুয়ারের কোদালবস্তির সিসি লাইন খুলে গেল পর্যটকদের জন্য

অ্যানির ভূমিকায় থাকবেন মমতাজ সরকার। তিস্তা চরিত্রে অনুষ্কা চক্রবর্তী ও তিয়াসার চরিত্রে থাকছেন শুয়েতা চৌধুরী। গুঞ্জন হিসেবে দেখা যাবে মুসকান খাতুনকে। আগামী জানুয়ারি মাসে মুক্তি পাবে এই সিরিজ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফ্যাশনের ছোঁয়া? চার নারীকে নিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডের গল্প বলবে 'তাসবীর', কেন্দ্রে মুমতাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল