এদিন মেটি ওলিভারের কবিতার লাইন ক্যাপশনে দিয়ে ছবি শেয়ার করেছেন নায়িকা। সাদা চাদোয়া এবং সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ। লাল পাড় সাদা শাড়িতে সেজেছেন মৌনি। দক্ষিণী রীতিতে বিয়ে হলেও বেনারসি পরতে ভোলেননি কোচবিহারের মেয়ে। মাথায়, গলায়, হাতে সোনার গয়নায় উজ্জ্বল মৌনি। ঘিয়ে রঙা শেরওয়ানি এবং সাদা মুন্ড পরে রয়েছেন সূরজ। মালাবদল করার পরে একে অপরকে জড়িয়ে ধরেন নবদম্পতি।
advertisement
আরও পড়ুন: ফারহান-শিবানির বিয়ের পার্টিতেও শাহরুখ খানের দেখা নেই, হাজির গোটা পরিবার! কিন্তু কেন?
বিয়ের কয়েক ঘণ্টা আগে সূরজের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন মৌনি। ছবি দিয়েছিলেন দুজনের। সাদা পাঞ্জাবি পাজামায় সূরজ, লাল ওড়না জড়ানো মৌনি। সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে যুগল। একে অপরকে আলিঙ্গন করে। ছবি দিয়ে মৌনি লিখেছিলেন, 'এভরিথিং'। অর্থাৎ সূরজ তাঁর সব। তাঁর বিশ্ব ব্রহ্মাণ্ড। দুই সংস্কৃতির মিলনে বিয়ে করেছিলেন মৌনি ও সূরয।
আরও পড়ুন: মন জিতে নিতে ওস্তাদ সচিন তেন্ডুলকর, এবার যা করলেন, তারিফ করবেন আপনিও! দেখুন...
সূরজের সঙ্গে বিয়ের খাস মুহূর্ত সেদিন ইনস্টাগ্রামে শেয়ার করেন মৌনি নিজে। সকালে দক্ষিণী রীতিতে বিয়ের পর সন্ধ্যায় বাঙালি রীতি মেনে ফের বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। বিয়ের ছবি শেয়ার করে মৌনি লেখেন, অবশেষে তাঁকে খুঁজে পেলাম। হাতে হাত, পরিবারের আর্শীবাদ, বন্ধুদের ভালোবাসা… আমরা বিবাহিত। তোমাদের সবার ভালোবাসা আর আর্শীবাদ চাই। ইতি- সূরজ আর মৌনি'।