নাগিন ধারাবাহিক থেকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান মৌনি৷ এখন তিনি ডান্স লিটল মাস্টারের বিচারক৷ বিচারকের আসনে বসেই কাঁদ কাঁদ মুখ তাঁর৷ না, বিচার করতে সমস্যা নয়৷ তবে সমস্যা কীসের? শুধু তিনি নন, মুখ ভার অন্য এক বিচারক রেমো ডি’সুজারও৷
advertisement
এই শোয়ের হোস্ট জয় ভানুশালী৷ তিনি শ্যুট করেছেন মৌনি-রেমোর ভিডিও৷ মৌনিকে প্রশ্ন করা হয়েছিল যে বিয়ের তিন মাসে পার করে কেমন আছেন তিনি? সেই উত্তর দিতে গিয়েই প্রায় কেঁদে ফেলার জোগাড় অভিনেত্রীর৷ তবে তাঁর উত্তর তো অন্যরকম৷ তিনি বলছেন যে স্বামীর সঙ্গে দারুণ রয়েছেন৷ তাহলে? এমন মুখের অবস্থা কেন?
আরও পড়ুন ছবির মাধম্যে দুই 'সই'-এর অন্দরমহলের গল্প গাঁথলেন ফোটোগ্রাফার তথাগত ঘোষ
আসলে এই ভিডিও শ্যুট করার সময় নিজের ফোনে ক্রাইং ফিল্টার ব্যবহার করেছিলেন ভানু৷ তাই তো মুখের এই অবস্থা হয় মৌনি, রেমোর৷ হাসির কথাতেও মুখে দুঃখের ছাপ ফুটে ওঠে! এই ভিডিওটি শেয়ার করার সময় জয় লেখেন খুবই ইমোশনাল মৌনি রায়, রেমো ডি’সুজা...এত কাঁদছ কেন রে বাবা! মজার এই ভিডিওটি দেখে সকলেই প্রথমে বিভ্রান্ত হবেন৷
রেমো এবং মৌনি দু’জনেই ভিডিওতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন৷ রেমো লিখেছেন পুরো পাগলামি, মৌনি শুধু লেখেন LOL অর্থাৎ খুবই হাসির ভিডিও!