ছবির প্রদর্শনী নয়, বলা ভাল এটি ছবির মাধ্যমে একটি গল্পের প্রদর্শনী৷ ছবিগুলিকে পর পর সাজিয়ে একটি গল্প তৈরি করেছেন চিত্রগ্রাহক তথাগত ঘোষ৷ তিনি জানালেন, " এটি আমার সপ্তম প্রদর্শনী। স্থিরচিত্র প্রদর্শনীতে বেশ কয়েকটি ফ্রেমের মধ্যে দিয়ে দুজন নারীর জীবনের গল্প তুলে ধরতে চেয়েছি। দু'জন একে অপরের বন্ধু। তাদের দুনিয়া একে অপরকে কেন্দ্র করে। কিন্তু হঠাৎই তাদের জীবনের কিছু ঘটনায় বদলে যায় তাদের জীবন প্রবাহ। তবে সে পরিবর্তন ঠিক কিরকম আর কীভাবে তা হয়েছে সেটাই এই স্থিরচিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। আশা করি এই উপস্থাপনা দর্শকদের ভাল লাগবে।