ছবির মাধম্যে দুই 'সই'-এর অন্দরমহলের গল্প গাঁথলেন ফোটোগ্রাফার তথাগত ঘোষ

Last Updated:
চিত্র প্রদর্শনীর নাম দিয়েছেন সই৷
1/7
সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষের সপ্তম ফটোগ্রাফি এক্সিবিশন 'সই'এর উদ্বোধন হল রবিবার। আগামী ১৮ থেকে ২২ মে চলবে এই প্রদর্শনী। প্রদর্শনীতে এই বছর অন্তঃপুর বাসিনী দুই নারীর গল্প তুলে ধরেছেন তথাগত। প্রদর্শনীর নাম 'সই'।
সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষের সপ্তম ফটোগ্রাফি এক্সিবিশন 'সই'এর উদ্বোধন হল রবিবার। আগামী ১৮ থেকে ২২ মে চলবে এই প্রদর্শনী। প্রদর্শনীতে এই বছর অন্তঃপুর বাসিনী দুই নারীর গল্প তুলে ধরেছেন তথাগত। প্রদর্শনীর নাম 'সই'।
advertisement
2/7
চরিত্র দুটিকে জানতে গেলে ফিরে যেতে হবে কিছুকাল আগে, যেখানে অন্দরমহলই নারীজীবনের সারসত্য মনে করা হত। অন্তঃপুরের দুই নাগরিকের জীবনের বয়ন একে অপরকে কেন্দ্র করে। তাদের পৃথিবী গড়ে উঠেছে একে অপরকে ঘিরে। তারা একে অপরের বন্ধু, 'সই'। দুই সইয়ের জীবনের কিছু মুহূর্ত ফুটে উঠেছে এই প্রদর্শনীতে।
চরিত্র দুটিকে জানতে গেলে ফিরে যেতে হবে কিছুকাল আগে, যেখানে অন্দরমহলই নারীজীবনের সারসত্য মনে করা হত। অন্তঃপুরের দুই নাগরিকের জীবনের বয়ন একে অপরকে কেন্দ্র করে। তাদের পৃথিবী গড়ে উঠেছে একে অপরকে ঘিরে। তারা একে অপরের বন্ধু, 'সই'। দুই সইয়ের জীবনের কিছু মুহূর্ত ফুটে উঠেছে এই প্রদর্শনীতে।
advertisement
3/7
উদ্বোধনে উপস্থিত ছিলেন যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, গৌরব চক্রবর্তী, রিধিমা ঘোষ, অনুপম রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস।
উদ্বোধনে উপস্থিত ছিলেন যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, গৌরব চক্রবর্তী, রিধিমা ঘোষ, অনুপম রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস।
advertisement
4/7
প্রদর্শনীতে 'সই' হিসেবে দেখা গিয়েছে অভিনেত্রী অনুষা বিশ্বনাথন এবং মডেল সৌমশ্রী বন্দ্যপাধ্যায়কে।
প্রদর্শনীতে 'সই' হিসেবে দেখা গিয়েছে অভিনেত্রী অনুষা বিশ্বনাথন এবং মডেল সৌমশ্রী বন্দ্যপাধ্যায়কে।
advertisement
5/7
ছবির প্রদর্শনী নয়, বলা ভাল এটি ছবির মাধ্যমে একটি গল্পের প্রদর্শনী৷ ছবিগুলিকে পর পর সাজিয়ে একটি গল্প তৈরি করেছেন চিত্রগ্রাহক তথাগত ঘোষ৷ তিনি জানালেন, " এটি আমার সপ্তম প্রদর্শনী। স্থিরচিত্র প্রদর্শনীতে বেশ কয়েকটি ফ্রেমের মধ্যে দিয়ে দুজন নারীর জীবনের গল্প তুলে ধরতে চেয়েছি। দু'জন একে অপরের বন্ধু। তাদের দুনিয়া একে অপরকে কেন্দ্র করে। কিন্তু হঠাৎই তাদের জীবনের কিছু ঘটনায় বদলে যায় তাদের জীবন প্রবাহ। তবে সে পরিবর্তন ঠিক কিরকম আর কীভাবে তা হয়েছে সেটাই এই স্থিরচিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। আশা করি এই উপস্থাপনা দর্শকদের ভাল লাগবে।
ছবির প্রদর্শনী নয়, বলা ভাল এটি ছবির মাধ্যমে একটি গল্পের প্রদর্শনী৷ ছবিগুলিকে পর পর সাজিয়ে একটি গল্প তৈরি করেছেন চিত্রগ্রাহক তথাগত ঘোষ৷ তিনি জানালেন, " এটি আমার সপ্তম প্রদর্শনী। স্থিরচিত্র প্রদর্শনীতে বেশ কয়েকটি ফ্রেমের মধ্যে দিয়ে দুজন নারীর জীবনের গল্প তুলে ধরতে চেয়েছি। দু'জন একে অপরের বন্ধু। তাদের দুনিয়া একে অপরকে কেন্দ্র করে। কিন্তু হঠাৎই তাদের জীবনের কিছু ঘটনায় বদলে যায় তাদের জীবন প্রবাহ। তবে সে পরিবর্তন ঠিক কিরকম আর কীভাবে তা হয়েছে সেটাই এই স্থিরচিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। আশা করি এই উপস্থাপনা দর্শকদের ভাল লাগবে।
advertisement
6/7
এই ছবিতে অনুষা এবং সৌমাশ্রীর কাজ সকলের খুব ভাল লাগবে বলে তথাগতর মত৷ এদের শাড়ি এবং গয়নার দায়িত্বে অঞ্জলি জুয়েলার্স এবং রঙ্গোলি৷
এই ছবিতে অনুষা এবং সৌমাশ্রীর কাজ সকলের খুব ভাল লাগবে বলে তথাগতর মত৷ এদের শাড়ি এবং গয়নার দায়িত্বে অঞ্জলি জুয়েলার্স এবং রঙ্গোলি৷
advertisement
7/7
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথাগতর খুব ভাল বন্ধু অভিনেতা গৌরব ও অভিনেত্রী ঋদ্ধিমা৷ গৌরব জানান যে এমনভাবে গল্প বলার কম হয়৷ খুবই দারুণ এই কাজ৷ ঋদ্ধিমা জানান যে ছবিগুলি দেখতে দেখতে গল্পের সঙ্গে সুন্দর সুরের মুর্ছনাও কানে বাজছিল তাঁর৷
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথাগতর খুব ভাল বন্ধু অভিনেতা গৌরব ও অভিনেত্রী ঋদ্ধিমা৷ গৌরব জানান যে এমনভাবে গল্প বলার কম হয়৷ খুবই দারুণ এই কাজ৷ ঋদ্ধিমা জানান যে ছবিগুলি দেখতে দেখতে গল্পের সঙ্গে সুন্দর সুরের মুর্ছনাও কানে বাজছিল তাঁর৷
advertisement
advertisement
advertisement