TRENDING:

Mouni Roy on her wedding: ‘অবশেষে আমি তাঁকে পেলাম’, নববধূ মৌনীর সলাজ উচ্ছ্বাস

Last Updated:

আপনাদের ভালবাসা ও আশীর্বাদ চাই৷’’ (Mouni Roy expresses her joy after getting married to Suraj Nambiar)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : দীর্ঘ প্রেম পরিণতি পেয়েছে পরিণয়ে৷ খুশির রেশ ছড়িয়ে পড়েছে মৌনী রায়ের সামাজিক মাধ্যমের বার্তায়৷ ট্যুইটারে বিয়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘অবশেষে আমি তাঁকে পেলাম৷ দু’জনের হাতে হাত, পরিবার ও বন্ধুদের আশীর্বাদ, আমরা বিবাহিত! আপনাদের ভালবাসা ও আশীর্বাদ চাই৷’’ (Mouni Roy expresses her joy after getting married to Suraj Nambiar)
advertisement

দীর্ঘ দিনের প্রেমিক সুরজ নাম্বিয়ারকে বিয়ে করেছেন মৌনী৷ বৃহস্পতিবার সকালে তাঁদের বিয়ে মালয়লি রীতিতে৷ বাঙালি ও মালয়লি ঘরানায় সেজেছিলেন মৌনী৷ লালপাড় সাদা শাড়ির সঙ্গে পরেন ‘টেম্পল জুয়েলারি’ নক্সার বিভিন্ন অলঙ্কার৷ মালয়লি রীতি মেনে মৌনীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন৷ এদিন সন্ধ্যায় বাঙালি রেওয়াজ অনুযায়ী সাতপাকে বাঁধা পড়বেন মৌনী-সুরজ৷

আরও পড়ুন : মাথাপাটি, কোমরবন্ধনী, বালা থেকে লালপাড় সাদা শাড়ি, মৌনীর কনেসাজে মিশে গেল মালয়লি ও বাঙালি ঐতিহ্য

advertisement

বিয়ের আগে প্রাক বিয়ে উদযাপনও ছিল চোখে পড়ার মতো৷ গোয়ার সমুদ্রসৈকতে এক নামী রিসর্টে বসেছিল সঙ্গীত মেহন্দি ও হলদির অনুষ্ঠানের আসর৷ পরেছিলেন কড়িকাজের হলুদ পোশাক৷

আরও পড়ুন : গাঁটছড়া বাঁধার পরও সামাজিক মাধ্যমে হলুদ বসন্ত মৌনীর প্রাক বিয়ের পার্বণে

তবে সামাজিক মাধ্যমে মৌনী-সুরজের বিয়ের উদযাপন শুরু হয়েছে আলিঙ্গন দিয়ে৷ বিয়ের কিছু ক্ষণ আগে নেটিজেনদের সঙ্গে সুরজের পরিচয় করিয়ে দেন মৌনী৷ সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছিলেন দু’জনে৷ একে অপরকে আলিঙ্গন করে ছিলেন৷ ছবির সঙ্গে মৌনী লেখেন, ‘এভরিথিং’৷ অর্থাৎ সুরজই তাঁর সব৷

advertisement

আরও পড়ুন : হাই স্লিট স্কার্ট ও ব্রালেটে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন ঊর্বশী রাউতেলা!

২০০৬ সালে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে অভিনয় দিয়ে মৌনী রায়ের অভিনেত্রীজীবনের যাত্রাপথ শুরু৷ এর পর ‘কস্তুরী’, ‘পতি পত্নী অউর উয়ো’, ‘নাগিন ১’ এবং ‘নাগিন২’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন মৌনী৷ বেশ কিছু রিয়্যালিটি শো-এও অংশ নিয়েছেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

‘তুম বিন ২’, ‘গোল্ড’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন মৌনী৷ তাঁর বিয়ের ছবি ইন্টারনেটে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mouni Roy on her wedding: ‘অবশেষে আমি তাঁকে পেলাম’, নববধূ মৌনীর সলাজ উচ্ছ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল