‘লক আপে’র সঞ্চালকের ভূমিকায় রয়েছেন বিখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। শোয়ের নিয়ম অনুযায়ী, অভিযোগপত্রে মনোনীত সকল প্রতিযোগীকে তাঁদের গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত একেকটি করে শব্দ দেওয়া হয়। মন্দানাকে ‘কামুক ডিরেক্টর’, পায়েল রোহতগিকে (Payal Rohatgi) দেওয়া হয়েছিল ‘রিহ্যাব’ শব্দটি। শিবম শর্মাকে (Shivam Sharma) ‘বেস্ট ফ্রেন্ড’ এবং সাইশাকে (Saisha) ‘বিখ্যাত ডিজাইনার’ শব্দ দেওয়া হয়েছিল। মন্দানা ছুটে এসে প্রথমে ‘বাজার’ (Buzzer) বাজান এবং তাঁর গোপন কথা সূত্রে এই ঘটনা ফাঁস করেন।
advertisement
আরও পড়ুন-ছোট একটা পরিত্যক্ত বাড়ি, কে জানত সেখানেই ডাঁই করে রাখা হত মরদেহ!
মন্দানা জানান, তাঁর স্বামী গৌরব গুপ্তার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছেদের আগেই তিনি এক সুপরিচিত ডিরেক্টরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। মন্দানা জানান, “এখানকারই এক সুপরিচিত পরিচালকের সঙ্গে আমার সম্পর্ক ছিল। তিনি সারা বিশ্বে নারীর অধিকার, নারীর স্বাধীনতা নিয়ে কথা বলতেন। তিনি তরুণ প্রজন্ম, এমনকী অনেক কিশোর-কিশোরীদের কাছেও আইডল। একেবারে শূন্য থেকে সফলতার দিকে তাঁর যাত্রা অনেককেই ইনস্পায়ার করেছে। আমার সঙ্গে তখন ওঁর সম্পর্কে কথা আমরা কেউই প্রকাশ্যে আনিনি, কেন না তখনও আমার ডিভোর্স হয়নি।”
মন্দানা আরও বলেন যে, করোনার সময় তাঁরা দু’জনে একত্রে থাকতে শুরু করলে ধীরে ধীরে তিনি ওই পরিচালককে বিশ্বাস করতে শুরু করে। শেষমেষ মা’ও হন মন্দানা, এমনকী দু’জনের অনুমতিতেই পুরোপুরি ‘প্ল্যানড প্রেগন্যান্ট’ হয়েছিলেন তিনি। কিন্তু এর পরেই বেঁকে বসেন ওই পরিচালক। মন্দানার কথায় ওই পরিচালক বলেছিলেন, 'আমি বিশ্বাস করিনি তুমি এটা করতে পারবে। ৩৩ বছর বয়সে কেউ এত সহজে গর্ভবতী হয়ে যায়!’
এরপর দুই তরফের বন্ধুদের সঙ্গে আলোচনা করেই মন্দানা বাধ্য হয়ে গর্ভপাত করান। তবে ওই পরিচালকের নাম তিনি প্রকাশ করতে চাননি। অবশ্য মন্দানা মনে করেন ওই ব্যক্তি কোনও ভাবেই তাঁর প্রাপ্ত সম্মানের যোগ্য নন।
একতা কাপুরের নির্দেশিত রিয়েলিটি শো ‘লক আপ’ এক অর্থে নাটকীয় লড়াই, উত্তেজনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু। ৩ ফেব্রুয়ারি মুম্বইতে এই শো শুরু হয়। দর্শকরা এই শো-টি ২৪x৭ লাইভ স্ট্রিমে দেখতে পাবেন।