আর্যা যখন প্রথম শুনলেন তিনি দিদি হতে চলেছেন, তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান৷ কারণ তিনি শুনেছিলেন তাঁর জন্মের সময়ই ইউটেরাসে সমস্যা দেখা দিয়েছিল তাঁর মায়ের৷ পরে চিকিৎসকরা বলেছিলেন তিনি আর মা হতে পারবেন না৷ তাই ভাই বা বোন পাওয়ার আশা তিনিই ছেড়েই দিয়েছিলেন৷ তিনি লিখেছেন তাঁর বাবা ও মা ভাবতেও পারেননি দ্বিতীয় সন্তান আসতে চলেছে তাঁদের জীবনে৷ তাঁরা একটি মন্দিরে গিয়েছিলেন৷ সেখানে তিনি অজ্ঞান হয়ে যান৷ এর পর চিকিৎসের কাছে যাওয়ার পর জানতে পারা যায় আর্যার মা সন্তানসম্ভবা৷ কিছু শারীরিক সমস্যার জন্য তাঁর স্ফীতোদর বা বেবি বাম্প দেখা যায়নি৷
advertisement
অভিনেত্রী আরও জানিয়েছেন তাঁর মধ্যবয়সি মায়ের ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছিল৷ সঙ্গে দেখা দিয়েছিল গ্যাস অম্বলের সমস্যা৷ তিনি ভেবেছিলেন হয়তো মেনোপজ পর্ব এসে গিয়েছে৷ তাছাড়া প্রথম সন্তানের সময়ই চিকিৎসক বলে দিয়েছিলেন তিনি আর মা হতে পারবেন না-এটা তাঁর মনে গেঁথে গিয়েছিল৷ তার পর ক্রমে তিনি সত্যি কথাটা মেনে নিতে শেখেন৷ এবং তাঁর সঙ্গে গোটা পরিবারও৷ পরিবার পরিজন-সহ ঘনিষ্ঠ বৃত্তে তাঁরা জানান এই ঘটনার কথা৷ বক্রোক্তিও যথেচ্ছ এসেছে৷ কিন্তু সব বন্ধুরতা পেরিয়ে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আর্যার ৪৭ বছর বয়সি মা৷
আরও পড়ুন : ভাইরাল হওয়ার জন্য শেষে বিয়ে ‘সৎ বাবাকে’! তরুণীর তীব্র সমালোচনা নেটমহলে
নতুন অতিথির আগমনে তাঁদের আনন্দ বাঁধ মানছে না একদিকে৷ অন্যদিকে একইসঙ্গে কাটছে না বিস্ময়ের ঘোরও৷ সমাজমাধ্যমে আর্যাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে৷ অনেকেই নীনা গুপ্তা ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বধাই হো’ ছবির কথা তুলে এনেছেন এই প্রসঙ্গে৷ আর্যার পরিবারকেও তাঁরা বলছেন ‘বধাই হো’!