'চোখ পাকানো' বিষয়টা তো কারুর উপর রেগে গেলে ভয় দেখানোর সময় ব্যবহার হয়৷ এখানেও কি কারুর উপরে রেগে থাকার ইঙ্গিত এটা?
চোখ পাকানো বিষয়টা মজা করেই করি, তবে কেন জানি না মনে হয় আমার চারিত্রিক গুণের সঙ্গে এই চোখ পাকানো বিষয়টা খুব সুন্দর যায়। মানে কেউ কিছু একটা করলেই চোখ পাকিয়ে দিই আর কি। দুটো ছবি পেয়েছি পরপর একটা হৈ হৈ করছি, আরেকটা চোখ পাকিয়েছি। এই কারণেই তো সবাই আমায় দিদিমণি বলে, ভয় পায়... আমি এটাও জানি যে মঞ্চে আমাকে কেউ কেউ চিপ্পনিও কাটে, যাতে আমি রেগে যাই।
advertisement
আরও পড়ুন : ট্যুইটারে অক্ষয়-রিচার তুমুল ঝামেলা! আঘাত পেলেন রাম সেতুর অভিনেতা
এইরকম ঘটনা আগে কখনও ঘটেছে? যে আপনাকে রাগাতেই কেউ কিছু কারসাজি করেছে?
হ্যাঁ, আগে যেমন আমায় কেউ সিটি দিলে আমি রেগে যেতাম। আর তাই ইচ্ছে করেই হয়তো কেউ একটা সিটি দিয়ে দিল। তবে এখন আর এইসবে কিছু মনে হয় না।
কোনও নির্দিষ্ট মানুষের জন্য় কি এই রাগ?
মনে পড়ছে না জানো তো? এ তো প্রায়ই ঘটে? মনে পড়ছে না, হয়তো কেউ ঝগড়া করছিল বা কথা বলছিল, তাঁকে চুপ করাচ্ছিলাম।
শাড়িটার তো অনেক প্রশংসা রয়েছে নেটমাধ্যমে কমেন্ট জুড়ে... এটা কি 'প্রথা'-এর কালেকশন?
না, এই শাড়িটা আমায় এক বাংলাদেশ থেকে বন্ধু উপহার দিয়েছেন৷ বাংলাদেশি ঢাকাই শাড়ি এটি৷ শাড়িটা আমার খুব পছন্দের, তার চেয়েও বড় কথা, ব্লাউজটা কলমকারি, তার সঙ্গে শাড়িটা ভাল মানায়৷
আরও পড়ুন : গালওয়ান নিয়ে বিতর্কিত মন্তব্য! সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ রিচার বিরূদ্ধে, ক্ষমা চাইলেন অভিনেত্রী
হই হই আর রাগ তো বিপরীত দুটো শব্দ, একসঙ্গে কেন?
তবে আমি আমার মতো৷ আমি হই হই করি, রেগে যাই৷ আমি সত্যি রেগে গেলে সত্যিই রেগে যাই৷ তাই খুঁজে দেখি এইরকম বিপরীত দুটো ছবি পেলাম, তাই এই ছবি দুটোর এমন নাম দিয়েছি৷ এই দুটো ছবি দিয়ে আমার ক্যারেকটরটা বোঝা যাচ্ছে পুরো৷
এই রাগি দিদিমণি কি কাউকে কিছু শিক্ষা দিতে চান?
ইয়ং জেনেরশনের জন্য কিছু বলার আছে আমার৷ প্রত্যেকের উচিত একটা নিজস্বতা তৈরি হওয়া৷ যেমন ছবিটা দেখে বোঝা যাচ্ছে আমি লোপামুদ্রা মিত্র বোঝা যাচ্ছে, আমি ঠিক সেইরকম এই মেসেজটা সবাইকে দিতে চাই, সবাই একরকম হোয়ো না৷ এমন কিছু একটা করো যাতে তোমায় তুমি বলে চেনে লোকে৷