TRENDING:

লাইগার-এর পরিচালকের বাড়ির বাইরে ধর্নার হুমকি! টাকা ফেরতের দাবিতে মুখ খললেন পুরী

Last Updated:

২৫ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের আশা পূরণ করতে পারেনি। দক্ষিণ ভারতীয় পুরস্কার বিতরণীর এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে 'লাইগার'-এর ব্যর্থতার কথা মনে করে কেঁদে ফেলেছিলেন বিজয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একটা ছবি বানিয়ে এত বিপদ ডেকে আনছেন, তা কল্পনাতীত ছিল পুরী জগন্নাথের। কেবল 'ফ্লপ' তকমা নয়, তাঁর থেকেও বেশি বিপজ্জনক পরিস্থিতির শিকার হলেন 'লাইগার' ছবির পরিচালক। অনেক আশা নিয়ে বিজয় দেবেরাকোন্ডা, অনন্যা পান্ডে এবং আমেরিকার প্রাক্তন বক্সার মাইক টাইসনের সঙ্গে কাজ করেছিলেন। কিন্তু সে ছবি দেখতে প্রেক্ষাগৃহ ভরালেন না দর্শক। এবার টাকা ফেরতের দাবিতে বিক্ষোভমুখী হয়ে উঠেছেন ছবির ডিস্ট্রিবিউটাররা। এমনই দাবি পরিচালক রামগোপাল বর্মার একটি ট্যুইটে।
advertisement

জানা যায়, বলিপাড়ার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ পাঠানো হচ্ছে, যেখানে পুরীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর হুমকি দেওয়া হয়েছে। ছবি ফ্লপ করার পর ক্ষতিপূরণ হিসেবে টাকা ফেরত দেওয়ার দাবিতে ধর্না বসানোর ডাক। সময় এবং তারিখও দেওয়া আছে তাতে। আগামী ২৭ অক্টোবর, সকাল ৯টা। বলা হয়েছে, বেশি করে জামাকাপড় নিয়ে আসতে কারণ এই প্রতিবাদ নাকি কমপক্ষে চারদিনও চলতে পারে।

advertisement

আরও পড়ুন: এখানে আসতে চাইনি, তাও...! 'লাইগার'-এর ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে চোখে জল বিজয়ের

সেই মেসেজের ছবি পোস্ট করে রামগোপাল লিখেছেন, 'ডিস্ট্রিবিউটারদের গ্রুপে 'লাইগার' নিয়ে হুমকি দেওয়া মেসেজ পাঠানো হচ্ছে।'

এর পরে আবারও একটি ট্যুইট করেন বর্মা। যেটি পুরীর জবাব বলে দাবি করা হয়েছে। যেখানে পুরী সমস্ত ডিস্ট্রিবিউটারকে বাক্যবাণে বিদ্ধ করেন। পুরীর সেই বার্তার সারমর্ম হল, টাকা ফেরত দেওয়ার কথা নয়, তাও তিনি দিয়েছেন অনেককে। তার কারণ যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সম্মান জানানো উচিত ছিল বলে মনে করেছিলেন তিনি। কিন্তু যাঁরা তাঁর বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা করছেন, তাঁদের একটি টাকাও দিতে রাজি নন বলে জানালেন।

advertisement

আরও পড়ুন: খারাপ রেটিং তবুও বিজয়ের ফ্যানরা ‘লাইগার’-এর ঝুলিতে এনে দিল ৭০ কোটি টাকা

'অর্জুন রেড্ডি' খ্যাত বিজয় দেবারকোন্ডার জন্যই ৭০ কোটি টাকা ব্যবসা করেছে 'লাইগার'। কারণ তাঁর ভক্তের সংখ্যা গোটা ভারতব্যাপী। আর বিজয়ের ভক্তের দৌলতেই যেটুকু ব্যবসা। এ ছাড়া বেশ ক্ষতির মুখেই পড়েছেন ছবির নির্মাতারা।

advertisement

২৫ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের আশা পূরণ করতে পারেনি। দক্ষিণ ভারতীয় পুরস্কার বিতরণীর এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে 'লাইগার'-এর ব্যর্থতার কথা মনে করে কেঁদে ফেলেছিলেন বিজয়। সেই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
লাইগার-এর পরিচালকের বাড়ির বাইরে ধর্নার হুমকি! টাকা ফেরতের দাবিতে মুখ খললেন পুরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল