২০ বছরের মেয়ের মৃত্যুতে শোকস্তব্ধ বিধবা মা। সম্প্রতি সিজানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বনিতা। একটি সাংবাদিক সম্মেলনে তুনিশার মা বললেন, ধারাবাহিকের সেটে বসেই মাদক সেবন করতেন সিজান। শুধু তা-ই নয়, সিজান তাঁর মেয়ের সঙ্গে প্রতারণা করেছেন বলেও দাবি তাঁর। বনিতার কথায়, তুনিশা একবার সিজানের ফোন ঘেঁটে জানতে পারেন যে সিজান অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন। সেই প্রসঙ্গে সিজানকে প্রশ্ন করা হলে নাকি তিনি তুনিশাকে থাপ্পড়ও মারেন। বনিতার দাবি, এই কারণেই যুগলের বিচ্ছেদ হয়েছিল।
advertisement
আরও পড়ুন: অরিজিৎ সিং-এর শো হচ্ছে, একই তারিখে ইকোপার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায়
আরও পড়ুন: সামনেই পঞ্চায়েত নির্বাচন! নয়া প্রতিশ্রুতি দেনুড় গ্রাম পঞ্চায়েত প্রধানের
আরও পড়ুন: পিকনিকে গিয়ে ধুন্ধুমার কাণ্ড! বাবা-ছেলেকে মারধর, পুড়ে ছারখার তাঁত ঘর
বনিতার দাবি, তুনিশা আত্মহত্যা করেছেন সিজানের মেকআপ রুমেই। দরজা ভেঙে তাঁর মেয়েকে ওই অবস্থায় দেখেও মরার জন্য ফেলে রেখেছে এসেছেন সিজান, নয়তো বাঁচানো যেত, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বনিতা।
তুনিশার মায়ের কথায়, "আমি চুপ করে বসে থাকব না। যতক্ষণ না সিজান শাস্তি পাচ্ছে, আমার শান্তি নেই। আমার মেয়ের কোনও রোগ ছিল না৷ সিজানকে আমি ছাড়ব না। আমার মেয়ে চলে গেল। আমি এখন সম্পূর্ণ একা।"