গত ২৪ ডিসেম্বর 'আলিবাবা: দাস্তান-এ-কবুল' ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে উদ্ধার হয় তুনিশার ঝুলন্ত দেহ। প্রয়াত নায়িকার মায়ের অভিযোগ ছিল, সিজানই তাঁর মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সিজানকে গ্রেফতার করা হয়। তার পর সিজান এবং তুনিশার পরিবারের মধ্যে বিস্তর যুদ্ধ চলে। একে অপরকে কাঠগড়ায় তোলে বারবার।
আরও পড়ুন: তুনিশার মৃত্যুর আগে মেকআপ রুমে কী ঘটেছিল? সিজানকে নিয়ে বিস্ফোরক তথ্য চার্জশিটে
advertisement
এখন স্বস্তির নিশ্বাস ফেলেছেন নায়কের দুই বোন ফালাক নাজ এবং শাফাক নাজ। ভাইয়ের বিরুদ্ধে অন্যায় হচ্ছে বলে দাবি করেছিলেন তাঁরা। সাংবাদিক সম্মেলনও আয়োজন করেছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন সিজানের মা-ও। জানুয়ারি মাসে সিজানের মা দীর্ঘ একটি পোস্ট করে জানান, তাঁর এক মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বড় ছেলে কারাবন্দি এবং অটিস্টিক ছোট ছেলেও অসুস্থ। তাঁর দাবি ছিল, সিজানকে বিনা প্রমাণে জেলে দিন কাটাতে হচ্ছে। একইসঙ্গে তিনি দাবি করেছিলেন, তুনিশা তাঁর মেয়ের মতো।
আরও পড়ুন: সেই ঘরে এখন তালা, তুনিশা চলে যাওয়ার পর সেটে কাজ করতে পারছে না কেউ, জানালেন বাঙালি নায়িকা
এরই মাঝে ধারাবাহিকের শ্যুটিং শুরু হয় সিজানকে বাদ দিয়েই। তাঁর জায়গায় নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে অভিষেক নিগমকে। নতুন নায়ক একটি সাক্ষাৎকারে জানান, সেটে সকলেরই তুনিশা এবং সিজানের কথা মনে পড়ছে।